Panskura Murder: ফুলের বস্তা নিয়ে ঝামেলা, ব্যবসায়ীকে পিটিয়ে খুনের পর আত্মসমর্পণ অভিযুক্তের

Kanishka Maity | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 12, 2023 | 10:45 AM

Panskura Murder: এলাকার স্থানীয় মানুষজন জানাচ্ছেন, কেশাপাট বাজারের দোকান থেকে প্রতিদিনই গভীর রাতে বাড়ি ফেরেন ওই ব্যবসায়ী। প্রতিদিনের মতো শনিবার রাত বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন।

Panskura Murder: ফুলের বস্তা নিয়ে ঝামেলা, ব্যবসায়ীকে পিটিয়ে খুনের পর আত্মসমর্পণ অভিযুক্তের
নিহত ব্যবসায়ী

Follow Us

পূর্ব মেদিনীপুর: ব্যবসায়ীর দেহ উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায়। স্থানীয় সূত্রে খবর, শনিবার রাতে নিজের দোকান থেকে রাতে বাড়ি ফেরার সময় আক্রমণ করা হয় অনুপ মণ্ডল নামে পাকুড়িয়া গ্রামের এক ব্যবসায়ী। জানা গিয়েছে, রাতে কেশাপাটে দোকান বন্ধ করে ফেরার সময় তাঁর ওপর হামলা চালায় দুষ্কৃতীরা। অভিযোগ, অতর্কিতে বাঁশ দিয়ে পিছন থেকে আঘাত করা হয়। ঘটনাস্থলেই মাটিতে লুটিয়ে পড়েন অনুপ মণ্ডল। তাঁর মাথায় বাঁশ দিয়ে আঘাত করা হয়। যার ফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই ব্যক্তির। শনিবার রাতেই প্রাণভয়ে পাঁশকুড়া থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত।

এলাকার স্থানীয় মানুষজন জানাচ্ছেন, কেশাপাট বাজারের দোকান থেকে প্রতিদিনই গভীর রাতে বাড়ি ফেরেন ওই ব্যবসায়ী। প্রতিদিনের মতো শনিবার রাত বারোটা নাগাদ বাড়ি ফিরছিলেন। বাড়ি ফেরার সময় কেশাপাট এলাকার বাসিন্দা রঘুনাথ চক্রবর্তীর সঙ্গে তাঁর ঝামেলা হয়েছিল। রাস্তার ওপর ফুলের প্যাকেট রাখা হয়েছিল। সেই প্যাকেট সরাতে বলাতেই অশান্তি। তাই নিয়ে কথা কাটাকাটি হয়। তারপরেই রঘুনাথ চক্রবর্তীর ছেলে সুরজিৎ চক্রবর্তী শনিবার রাতে রাস্তার মোড়ে লুকিয়ে ছিলেন। অনুপ যখন বাড়ি ফিরছিলেন, তখন সুরজিত বাঁশ দিয়ে পিছন থেকে হামলা চালায়। পাঁশকুড়া থানায় আত্মসমর্পণ করেন অভিযুক্ত সুরজিৎ চক্রবর্তী। পরে খবর পেয়ে ঘটনাস্থলে যায় পাঁশকুড়া থানার পুলিশ। এলাকা থেকে রক্তের নমুনা সংগ্রহ করে। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। এই নিয়ে সকাল থেকে উত্তেজনা রয়েছে। এলাকায় বসেছে পুলিশ পিকেট।

Next Article