Pujoy Pulse: পুজোর আগেই পুজোর আনন্দ, পালস ক্যান্ডিতে মজলেন হলদিয়ার মানুষ

Pujoy Pulse: হাতে গোনা আর কয়েকদিন বাকি। তবে পুজোর আমেজ এসে গিয়েছে পুরোদমে। বুধবার মহালয়া। আর এই পুজোর আমেজের মধ্যেই রাজ্যের বিভিন্ন প্রান্তে পাড়ি দিচ্ছে টিভি৯ বাংলার পুজোয় পালস ট্যাবলো। সেই ট্যাবলোকে ঘিরে মানুষের উন্মাদনা চোখে পড়ছে চারদিকে। পালস ক্যান্ডি সেই আনন্দকে আরও বাড়িয়ে তুলছে।

| Updated on: Sep 30, 2024 | 9:34 PM
পুজোয় পালস ট্যাবলো ঘিরে উৎসাহিত স্থানীয় মানুষ। ভিড় করলেন ট্যাবলোর সামনে।

পুজোয় পালস ট্যাবলো ঘিরে উৎসাহিত স্থানীয় মানুষ। ভিড় করলেন ট্যাবলোর সামনে।

1 / 7
পালস ক্যান্ডির স্বাদে মজলেন সাধারণ মানুষ। পালস ক্যান্ডিতে মজলেন সবাই।

পালস ক্যান্ডির স্বাদে মজলেন সাধারণ মানুষ। পালস ক্যান্ডিতে মজলেন সবাই।

2 / 7
এবছর দ্বিতীয় বর্ষে পা দিয়েছে টিভি৯ বাংলার পুজোয় পালস। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছে পুজোয় পালস ট্যাবলো।

এবছর দ্বিতীয় বর্ষে পা দিয়েছে টিভি৯ বাংলার পুজোয় পালস। রাজ্যের বিভিন্ন প্রান্তে যাচ্ছে পুজোয় পালস ট্যাবলো।

3 / 7
পুজোয় পালস ট্যাবলোর সামনে ভিড় করে পড়ুয়ারাও।   নতুন স্বাদের ক্যান্ডিতে মজে তারাও। উৎসুক সকলেই জানালেন, নতুন ক্যান্ডি দারুণ স্বাদের।

পুজোয় পালস ট্যাবলোর সামনে ভিড় করে পড়ুয়ারাও। নতুন স্বাদের ক্যান্ডিতে মজে তারাও। উৎসুক সকলেই জানালেন, নতুন ক্যান্ডি দারুণ স্বাদের।

4 / 7
হলদিয়ায় পুজোয় পালস ট্যাবলো ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

হলদিয়ায় পুজোয় পালস ট্যাবলো ঘিরে মানুষের উৎসাহ ছিল চোখে পড়ার মতো।

5 / 7
বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীদের সম্মান জানানো হচ্ছে।

বিভিন্ন জায়গায় মৃৎশিল্পীদের সম্মান জানানো হচ্ছে।

6 / 7
পুজোর আর কয়েকটা দিন বাকি। তার আগেই ঢাকের তালে, পুজোয় পালসে মজেছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ।

পুজোর আর কয়েকটা দিন বাকি। তার আগেই ঢাকের তালে, পুজোয় পালসে মজেছেন বাংলার বিভিন্ন প্রান্তের মানুষ।

7 / 7
Follow Us: