Purba Medinipur: ঘুমনোর সময় সিঁধ কেটে ঘরে ঢুকেছিল, ১ ঘণ্টা ধরে চলল ‘তল্লাশি’, শেষে মিলল কি না এই…

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Aug 13, 2024 | 7:38 PM

Purba Medinipur: সোমবার রাত ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলে ওই বাড়িতে ডাকাতি। নগদ ২০ হাজার টাকার সমস্ত সোনার গহনা লুঠ করে পালায় ডাকাত দলটি। গৃহকর্ত্রী মনিকা দাস জানান, "বাড়ির রান্নাঘরের চালা কেটে চারজনের একটি ডাকাতদল আমার বাড়ির ভেতরে ঢোকে। আমাকে ও আমার মেয়েকে লোহার সাঁড়াশি দিয়ে মারধর করে।"

Purba Medinipur: ঘুমনোর সময় সিঁধ কেটে ঘরে ঢুকেছিল, ১ ঘণ্টা ধরে চলল তল্লাশি, শেষে মিলল কি না এই...
পূর্ব মেদিনীপুরের ভয়ঙ্কর ঘটনা
Image Credit source: Tv9 Bangla

Follow Us

পূর্ব মেদিনীপুর: রাত হয়ে গিয়েছে। ঘুমোতে যাবেন পরিবারের সকলে। এরই মধ্যে বিপত্তি। আচমকা রান্নাঘরের সিঁধ কেটে ঢুকল চার দুষ্কৃতী। বাড়ির মালিক কিছু বোঝার আগেই যেন চলল চিরুনি তল্লাশি। পরে গৃহকর্ত্রীর জানতে পেরে এগিয়ে যেতেই তাঁকে সাঁড়াশি দিয়ে বেঁধে চলল গহনা লুঠ। নগদ ২০ হাজার টাকাও লুঠ হল।

সোমবার রাত ১২টা থেকে প্রায় এক ঘণ্টা ধরে চলে ওই বাড়িতে ডাকাতি। নগদ ২০ হাজার টাকার সমস্ত সোনার গহনা লুঠ করে পালায় ডাকাত দলটি। গৃহকর্ত্রী মনিকা দাস জানান, “বাড়ির রান্নাঘরের চালা কেটে চারজনের একটি ডাকাতদল আমার বাড়ির ভেতরে ঢোকে। আমাকে ও আমার মেয়েকে লোহার সাঁড়াশি দিয়ে মারধর করে। আলমারির চাবি খুলে নগদ টাকা ও সোনার গহনা নিয়ে পালিয়ে গিয়েছে।” তিনি আরও বলেন, “বাড়িতে নগদ ২০ হাজার টাকা ছিল। আলমারি তালা খুলে সবকিছু আমার সব গহনা নিয়ে পালিয়ে যায় দুস্কৃতীরা।” পরিবারের আত্মীয় শুভাশিষ বেরা বলেন, “এমন ঘটনা ঘটবে আমরা বুঝতে পারিনি। এটা আমার শ্বশুরবাড়ি দোতলা বাড়ি। রান্নাঘর ও বাথরুম বাইরের দিকে। ডাকাতরা সেই বইরের অংশে থাকা রানাঘরের চালা কেটে চারজন দুস্কৃতী বাড়ির ভেতরে ঢুকে পড়ে।” সমগ্ৰ ঘটনা পুলিশ খবর পেয়ে তদন্ত শুরু করেছে ইতিমধ্যে।

Next Article