Patashpur: গায়ে বেনারসি, সিঁথি ভরা সিঁদুর! হঠাৎই বিয়ের আসরে পুলিশ, টেনে তুলল বর, পুরোহিতকে

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Mar 11, 2022 | 10:00 PM

Purba Medinipur: বিডিওর অভিযোগের ভিত্তিতে পুলিশ দু'জনকে গ্রেফতার করেছে।

Patashpur: গায়ে বেনারসি, সিঁথি ভরা সিঁদুর! হঠাৎই বিয়ের আসরে পুলিশ, টেনে তুলল বর, পুরোহিতকে
নাবালিকা বিবাহ করে শ্রীঘরে যুবক। নিজস্ব চিত্র।

Follow Us

পূর্ব মেদিনীপুর: সিঁদুর দান হয়ে গিয়েছে। নববধূর লাজুক চাহুনি ওড়নার ফাঁক দিয়ে। বরও মিটি মিটি হাসছে। চারপাশে ভর্তি লোকজন। তুমুল হাসিঠাট্টা চলছে মন্দিরে বসা বিয়ের আসরে। হঠাৎই সেখানে হানা দিল উর্দিধারীরা। বিয়ের মণ্ডপ থেকেই টেনে তোলা হল বরকে। উঠতে বলা হল পুরোহিতকেও। এরপর…। পুলিশের হাতে বন্দি হয়ে থানার পথে পা বাড়ালেন দু’জনই। নাবালিকাকে গোপনে বিয়ে করার অভিযোগে বরকে গ্রেফতার করা হয়। অন্যদিকে নাবালিকাকে বিয়ে দেওয়ার অভিযোগে ধরা হয় পুরোহিতকে। পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর-১ ব্লকে এই ঘটনা ঘিরে শোরগোল পড়ে যায়।

মুহূর্তে হাসি তামাশা বদলে যায় উদ্বেগে। বিডিওর অভিযোগের ভিত্তিতে পুলিশ দু’জনকে গ্রেফতার করেছে। পটাশপুর থানার পুলিশ জানিয়েছে, বর এবং পুরোহিত দু’জনই এক পাড়ার বাসিন্দা। বৃহস্পতিবার এই বিয়ের আসর বসেছিল। বিডিওর কাছ থেকে খবর পেয়ে সেখানেই হানা দেয় পুলিশ। ধৃতদের শুক্রবার কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। একইসঙ্গে নাবালিকা বধূর গোপন জবানবন্দিও নিয়েছে কাঁথি আদালত।

পুলিশ সূত্রে খবর, বিয়ের আসরে ছেলে, মেয়ে দুই পক্ষেরই লোকজন ছিল। পুলিশ ঢুকতেই তারা সরে পড়ে বলে অভিযোগ। ফ্যাসাদে পড়ে যায় নতুন বউ আর বর। বিপাকে পড়ে পুরোহিতও। রাজ্য সরকার ও পুলিশ প্রশাসনের তরফে বারবার মাইকিং করে ও বিজ্ঞাপনের মাধ্যমে নাবালিকা বিয়ে বন্ধ করার জন্য একাধিক প্রকল্প ঘোষণা করা হয়েছে। রাজ্য সরকার ও পুলিশকে তোয়াক্কা না করে বৃহস্পতিবার সন্ধ্যায় পটাশপুরের একটি মন্দিরে এই নাবালিকাকে বিয়ে দেওয়া হচ্ছিল বলে অভিযোগ। পটাশপুর থানার পুলিশ হানা দেয়। পটাশপুর থানার ওসি দীপক চক্রবর্তী বলেন, “বিডিওর অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে বিয়ের আসর থেকে বর ও পুরোহিতকে গ্রেফতার করা হয়েছে। বাকি অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করা হয়েছে।”

আরও পড়ুন: Purba Medinipur: মিসড কলে প্রেমই কাল হল, এগরার যুবক ও তার বাবার কঠিন পরিণতি…

 

Next Article