Purba Medinipur: মিসড কলে প্রেমই কাল হল, এগরার যুবক ও তার বাবার কঠিন পরিণতি…
Patashpur: সূত্রের খবর, বছরখানেক আগে পটাশপুরের ওই নাবালিকার সঙ্গে আলাপ হয় এগরার যুবকের। ফোনে মিসড কল, তা থেকেই সম্পর্কের শুরু।
পূর্ব মেদিনীপুর: ফোনে মিসড কল থেকে আলাপ। সেই আলাপ ক্রমেই প্রেমের রং নেয়। প্রেম এতটাই গাঢ় হয় যে প্রেমিকের সঙ্গে বিয়ে করবে বলে বাড়ি ছেড়ে বেরিয়ে যায় নাবালিকা। নাবালিকার বাড়ির লোকের অভিযোগ তাদের মেয়েকে অপহরণ করে নিয়ে গিয়েছে ওই যুবক। আর এই কাজে মদত দিয়েছে যুবকের পরিবার। এরপরই ওই যুবক ও তাঁর বাবার বিরুদ্ধে পটাশপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। সেই ঘটনায় প্রেমিক ও তার বাবাকে গ্রেফতার করেছে পুলিশ। ১৪ বছরের নাবালিকাকে ভুল বুঝিয়ে ঘরছাড়া করেছে ওই যুবক, এমনই অভিযোগ বাড়ির লোকের।
পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানা এলাকা। সেখানেই নাবালিকা অপহরণের অভিযোগ ওঠে। বৃহস্পতিবার রাতে অভিযুক্ত যুবক ও তাঁর বাবাকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে, ধৃতদের বাড়ি এগরা থানা এলাকায়। শুক্রবার বাবা-ছেলেকে কাঁথি মহকুমা আদালতে তোলা হয়। তাঁদের আইনজীবী জামিনের আবেদন করেছিলেন। কিন্তু বিচারক সে আবেদন খারিজ করে দিয়ে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন। অন্যদিকে যে নাবালিকাকে অপহরণের অভিযোগ উঠেছিল, তাকেও উদ্ধার করা হয়েছে। কাঁথি আদালতের বিচারক তারও গোপন জবানবন্দি নিয়েছেন।
সূত্রের খবর, বছরখানেক আগে পটাশপুরের ওই নাবালিকার সঙ্গে আলাপ হয় এগরার যুবকের। ফোনে মিসড কল, তা থেকেই সম্পর্কের শুরু। বাড়ির লোকজনের অগোচরেই প্রেম জমছিল। অভিযোগ, এরপরই যুবক নাবালিকাকে বিয়ের প্রস্তাব দেন। গত ৬ মার্চ হঠাৎই ওই নাবালিকা নিখোঁজ হয়ে যায়। বহু খোঁজাখুঁজির পর মেয়েকে না পেয়ে ৮ মার্চ তার বাড়ির লোকেরা থানায় লিখিত অভিযোগ জানায়।
এরপরই তদন্তে নেমে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন ট্র্যাক করতে থাকে পুলিশ। তাতেই উঠে আসে ওই যুবকের তথ্য। বৃহস্পতিবার রাতে পটাশপুর থানা পুলিশের একটি তদন্তকারী দল হানা দিয়ে ওই নাবালিকাকে উদ্ধার করে। অপহরণে যুক্ত থাকার অভিযোগে যুবক ও তাঁর বাবাকে গ্রেফতার করা হয়। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: South Dinajpur: আচমকাই পিলারে ধাক্কা অটোর! রক্তে ভাসছেন সিপিএম নেতা, চিৎকার চার ছাত্রীর