‘তৃণমূলের ওঁরা তো তাও মুড়ি-চানাচুর দিয়ে গেল, খোঁজ নিয়েছেন কীভাবে আছি?’ বিজেপি বিধায়ককে ঘিরে ধরলেন মহিলারা

TV9 Bangla Digital | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Aug 05, 2021 | 1:15 PM

Haldia: বৃহস্পতিবার সকালে বিধায়ক তাপসী মণ্ডল এলাকা পরিদর্শনে গেলে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী।

তৃণমূলের ওঁরা তো তাও মুড়ি-চানাচুর দিয়ে গেল, খোঁজ নিয়েছেন কীভাবে আছি? বিজেপি বিধায়ককে ঘিরে ধরলেন মহিলারা
নিজস্ব চিত্র

Follow Us

হলদিয়া: বানভাসি এলাকা পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়লেন বিজেপি বিধায়ক (Bengal BJP MLA)। বেশ কয়েকদিন ধরেই জলবন্দি হলদিয়ার (Haldia) বিস্তীর্ণ এলাকার মানুষ।

বৃহস্পতিবার সকালে বিধায়ক তাপসী মণ্ডল এলাকা পরিদর্শনে গেলে, তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন এলাকাবাসী। তাঁদের অভিযোগ, এতদিনে তাপসীর কোনও দেখা মেলেনি অথচ, তৃণমূল নেতা আসগর আলি ৫০০টি পরিবারের জন্য খাওয়ার ব্যবস্থা করেছেন।

বিক্ষোভরত এক গ্রামবাসীর কথায়, “কোনও দিনই প্রার্থীর মুখ দেখা যায়নি। আজ আমাদের কী অবস্থা হয়েছে তা দেখেছেন উনি। তাও তো তৃণমূলের নান্টু আমাদের মুড়ি-চানাচুর দিয়ে গেল।”

তাপসী মণ্ডলকে ঘিরে বিক্ষোভের সময়ে বিজেপি কর্মীদের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। যদিও বিজেপি বিধায়কের অভিযোগ, তৃণমূলই পরিকল্পিতভাবে এই কাজ করেছে। বিজেপি বিধায়ক তাপসী মণ্ডল বলেন, “প্রথম যেদিন থেকে বৃষ্টি হচ্ছে, সেদিন থেকে রোজই বেরোচ্ছি। প্রত্যেকটা এলাকা ডুবে আছে, এসডিও-কে জানিয়েছি। পৌরসভার এক্সিকিউটিভ অফিসারকে বারবার করে ফোন করছি। চেয়ারম্যানকে জানিয়েছি। খালের কাছে সুইস গেট সব বন্ধ। এগুলো পৌরসভার দায়িত্ব নিকাশি ব্যবস্থাকে ঠিক রাখা।” তবে এদিনের বিক্ষোভের জন্য তৃণমূলকেই দায়ী করেছেন তিনি। তৃণমূল নিজেরাই কাজ করে না বলে পাল্টা দাবি করেছেন তিনি।

অন্যদিকে, স্থানীয় তৃণমূল নেতার দাবি, “বিজেপি নেতা বিধায়কদের কাছ থেকে আমাদের কোনও সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। তৃণমূল ভোটের আগেও ছিল, পরেও রয়েছে। সাধারণ মানুষদের জন্য আমরা সবসময়ই রাস্তায় আছি।” আরও পড়ুন: আজকে আবহাওয়া দফতরের পূর্বাভাস নতুন করে ভয় ধরাল! বানভাসি এলাকা নিয়ে উদ্বিগ্ন প্রশাসনও

Next Article