মেদিনীপুর: ‘এমন দিন আসছে যাতে ধুতি, কন্ঠি ব্যবহার করতে হবে না।’ নন্দীগ্রামের মহেশপুরে শ্রীপঞ্চমী উপলক্ষে পুজোর উদ্বোধনে ফের শাসকদলের বিরুদ্ধে সুর চড়ালেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
তিনি বলেন, “নন্দীগ্রামে আমার শিকড় মাটির অনেক নিচ পর্যন্ত আছে। শীত পড়লে পরিযায়ী পাখি আসে চিড়িয়াখানায়। আমি চেনা বামুন, আমার পৈতে লাগে না।” এদিনের বক্তব্যে সেই ঝাঁঝ উঠে আসে।
এদিন তিনি বলেন, “আমি কোথায় কি বলতে হবে জানি। আমাকে নতুন করে আপনাদের সামনে চেনাতে হবে না । কারণ চেনা বামুনের পৈতা লাগে না।” তিনি আরও বলেন, ” ড: শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের যদি না থাকত তা হলে পশ্চিম বাংলা আজ বাংলাদেশের অঙ্গ হত আর ঢাকা আমাদের রাজধানী হত। আমি বহু যন্ত্রনা নিয়ে এতদিন ছিলাম। আমি সব ধর্মকে সম্মান করি তেমনি সনাতন হিন্দু আমার ধর্ম সেটাও পালন করি।”
এরপরই পুজো মণ্ডপে উপস্থিতদের একাংশের উদ্দেশে তিনি বলেন, “আপনারা যাঁরা সনাতনের সেবক আছেন, যাঁরা চন্দন, ধুতি, কন্ঠি ব্যবহার করেন, তাঁদের বলছি এমন দিন আসছে, এগুলো আর ব্যবহার করতে পারবেন না বাংলায়। এরপর ওরা বাংলাদেশ বানিয়ে ফেলবে এ রাজ্যকে।”
ক্রমাগত শাসকদলের বিরুদ্ধে সুর চড়াচ্ছে প্রধান বিরোধী পক্ষ। আজকে শুভেন্দুর বক্তৃতার নতুন কোনও প্রসঙ্গ ছিল না। একই ইস্যুকে হাতিয়ার করেই আরও বেশি ঝাাঁঝালো করেছেন আক্রমণ।
আরও পড়ুন: ‘মইদুলকে খুন করেছে পুলিশ’, বিজেপি ক্ষমতায় এলে তদন্তের প্রতিশ্রুতি ভারতীর
এই অনুষ্ঠান শেষে টিভি9 কে শুভেন্দু বাবু বলেন গতকাল ভগবান পুরের সভায় রাজ্যের মন্ত্রী ব্রাত্য বাবু যে মন্তব্য প্রসঙ্গে বলেন, ওদের মেরুদন্ড নেই মেরুদন্ড হীন মানুষ দের নিয়ে কোনো মন্তব্য না করাই ভালো”