‘মইদুলকে খুন করেছে পুলিশ’, বিজেপি ক্ষমতায় এলে তদন্তের প্রতিশ্রুতি ভারতীর

বিজেপি ক্ষমতায় এলে বাম নেতার মৃত্যুর তদন্ত করে দোষীদের জেলে পাঠানো হবে, ঘোষণা ভারতী ঘোষের

'মইদুলকে খুন করেছে পুলিশ', বিজেপি ক্ষমতায় এলে তদন্তের প্রতিশ্রুতি ভারতীর
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Feb 16, 2021 | 12:05 AM

শ্রীরামপুর: মইদুলকে ঠান্ডা মাথায় খুন করেছে পুলিশ। শ্রীরামপুরের জনসভা থেকে বাম কর্মীর মৃত্যু নিয়ে এমনই অভিযোগ করলেন বিজেপি নেত্রী ভারতী ঘোষ। প্রাক্তন আইপিএস অফিসার তথা রাজ্য বিজেপির সহ-সভানেত্রীর দাবি, তরতাজা যুবককে প্রকাশ্য দিবালোকে খুন করেছে পুলিশ।

নবান্ন অভিযানে গিয়ে ডিওয়াইএফআই কর্মী মইদুল ইসলামের আঘাতপ্রাপ্ত হওয়া এবং সোমবার তাঁর মৃত্যু ঘিরে উত্তাল রাজ্য রাজনীতি। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে যদিও বলা হয়েছে হাঁটু ছাড়া তাঁর শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই। সেই রিপোর্ট নিয়ে সন্দেপ প্রকাশ করেছে বাম ও কংগ্রেস। তাদের দাবি খুনই করা হয়েছে কোতুলপুরের বাম যুব নেতাকে। তাদের সুরে গলা মিলিয়ে একই অভিযোগ করলেন ভারতী ঘোষও। দিলেন বিচারের প্রতিশ্রুতিও।

আরও পড়ুন: কিডনি ফেলিওরে মৃত্যু হয়নি মইদুলের, বলছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

সোমবার হুগলির শ্রীরামপুরে সভা করেন বিজেপি নেত্রী। সেখানে তৃণমূল সরকারকে একাধিক ইস্যুতে আক্রমণ করেন তিনি। নাম না করে তৃণমূল নেত্রীকে কটাক্ষ করেন। তারপর মইদুল মৃত্যু নিয়েও মুখ খুলতে শোনা যায় তাঁকে। ভারতীর কথায়, ‘গণতান্ত্রিক পথে নিজেদের অধিকারের জন্য গিয়েছিল ছেলেরা। বাচ্চা ছেলেগুলোকে কি ভাবে পিটিয়েছে!’  এরপরই ভারতীর প্রতিশ্রুতি, বিজেপি ক্ষমতায় এলে মইদুল মৃত্যুর তদন্ত করবে। তিনি যোগ করেন, যাঁরা ১১ তারিখ নবান্ন অভিযানে পুলিশকে লাঠি চালানোর নির্দেশ দিয়েছেন, তাঁরা সকলেই দোষী। এরা খুন করেছেন এবং বিজেপি বাংলায় ক্ষমতায় এলে এঁদের প্রত্যেককে জেল খাটতে হবে। ভারতীর মন্তব্য, একটা একত্রিশ বছরের তরতাজা যুবককে প্রকাশ্য দিবালোকে খুন করে ফেলা হয়েছে।