AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Panchayat Election 2023: ভোটের পূর্বে নেতার গ্রেফতারি, প্রতিবাদে তমলুকে পদত্যাগ করলেন একাধিক তৃণমূল নেতৃত্ব

TMC Leader Arrested: উল্লেখ্য, সোমনাথ বেরার বিরুদ্ধে বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। বিশেষ করে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল। চাকরির নামে লাখ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে।

Panchayat Election 2023: ভোটের পূর্বে নেতার গ্রেফতারি, প্রতিবাদে তমলুকে পদত্যাগ করলেন একাধিক তৃণমূল নেতৃত্ব
(নিজস্ব চিত্র)
| Edited By: | Updated on: Jun 15, 2023 | 6:55 AM
Share

পূর্ব মেদিনীপুর: ভোটের মুখে গ্রেফতার পূর্ব মেদিনীপুর (Purba Medinipur) জেলা পরিষদের বিদায়ী কর্মাধ্যক্ষ তথা তৃণমূল নেতা সোমনাথ বেরা (TMC Leader Arrested)। বৃহস্পতিবার মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে বুধবার দুপুরে তমলুক থানার পুলিশ (Tamluk Police Station) গ্রেফতার করে সোমনাথকে। আর এই গ্রেফতারির পর ক্ষুব্ধ তৃণমূল নেতৃত্ব। তমলুকে গণ পদত্যাগ তৃণমূল নেতাদের।ঘাসফুল শিবির সূত্রে খবর, প্রায় ১২ টি অঞ্চলের তৃণমূলের কংগ্রেসের সভাপতি সহ অঞ্চল সভাপতিরা পদত্যাগ করলেন।

উল্লেখ্য, সোমনাথ বেরার বিরুদ্ধে বিগত কয়েক বছর ধরেই বিভিন্ন অভিযোগ উঠে আসছিল। বিশেষ করে চাকরি দেওয়ার নামে আর্থিক প্রতারণার অভিযোগ উঠেছিল। চাকরির নামে লাখ লাখ টাকা তুলে নেওয়ার অভিযোগ উঠেছিল তাঁর বিরুদ্ধে। বিষয়টি নিয়ে অনেকদূর জল গড়িয়েছিল। যাঁরা প্রতারিত, তাঁরা তমলুক থানায় সরাসরি সোমনাথ বেরার নামে অভিযোগ জানিয়েছিলেন। তমলুক থানাতেও অভিযোগ জানানো হয়েছিল। সম্প্রতি অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের জনসংযোগ যাত্রা চলাকালীনও তমলুকের পদমপুরে এই তৃণমূল নেতার বিরুদ্ধে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের কাছে ক্ষোভ উগরে দিয়েছিলেন এলাকাবাসীদের একাংশ। এরপর গ্রেফতার হলেন তিনি।

অপরদিকে, নেতার গ্রেফতারির পর থেকেই এলাকায় বেশ চাঞ্চল্য ছড়িয়েছে। ক্ষোভে ফুঁসছেন তাঁর অনুগামীরা। নেতার গ্রেফতারির খবর পেতেই তাঁরা ছুটে যান তমলুক থানায়। প্রথমে থানার সামনে একপ্রস্থ বিক্ষোভ দেখান তাঁর অনুগামীরা। তারপর সেখান থেকে তাঁরা পৌঁছে যান এলাকার বিধায়ক তথা তৃণমূলের তমলুক সাংগঠনিক জেলা সভাপতি সৌমেন মহাপাত্রের অফিসের সামনে। সেখানেও বিক্ষোভ প্রদর্শন করতে থাকেন। স্লোগান উঠতে থাকে সৌমেন মহাপাত্রর অফিসের সামনে। গ্রেফতার হওয়া তৃণমূল নেতার অনুগামীদের দাবি, সোমনাথ বেরাকে ‘অবৈধভাবে’ গ্রেফতার করা হয়েছে।