Suvendu Adhikari: দাদার বিরুদ্ধে অপপ্রচার, তৃণমূলের মুখপত্র ও মুখপাত্রকে মানহানির নোটিস বিরোধী দলনেতার ভাই সৌমেন্দুর

Kanishka Maity | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 13, 2023 | 6:01 PM

Jago Bangla: আদালতের নির্দেশে গ্রুপ-সি (Group C)-তে চাকরি যাওয়া ৫৫ জনের চাকরি সুপারিশ দিয়েছেন শুভেন্দু অধিকারী।

Suvendu Adhikari: দাদার বিরুদ্ধে অপপ্রচার, তৃণমূলের মুখপত্র ও মুখপাত্রকে মানহানির নোটিস বিরোধী দলনেতার ভাই সৌমেন্দুর
জাগো বাংলাকে মানহানির নোটিস

Follow Us

পূর্ব মেদিনীপুর: শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) বিরুদ্ধে অপপ্রচার করেছে তৃণমূল। যার জেরে মানহানি হয়েছে তাঁর। এইরকমই অভিযোগ তুলে এবার সরব হয়েছেন ছোট ভাই সৌমেন্দু অধিকারী (Soumendu Adhikari)। পাশাপাশি তৃণমূল মুখপত্র জাগো বাংলা ও মুখপাত্র কুণাল ঘোষের বিরুদ্ধে মানহানির নোটিশ পাঠান তিনি।

আদালতের নির্দেশে গ্রুপ-সি (Group C)-তে চাকরি যাওয়া ৫৫ জনের চাকরি সুপারিশ দিয়েছেন শুভেন্দু অধিকারী। রবিবার তৃণমূলের মুখপত্র ‘জাগোবাংলার’ ফেসবুক পেজে এই অভিযোগ করেছিলেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক ও মুখপাত্র কুণাল ঘোষ। সেই সূত্রে নিয়োগ দুর্নীতি মামলায় বিরোধী দলনেতাকে হেফাজতে নিয়ে তদন্তের দাবি জানিয়েছিলেন তিনি। এছাড়া সোমবার ‘জাগো বাংলা’র প্রথম পাতায় ‘গ্রেফতার চাই শুভেন্দু অধিকারীর’ এই শিরোনামে প্রতিবেদন ছাপা হয়। তাতেও বক্তব্য ছিল কুণালের। এই প্রতিবেদনের জেরে বিরোধী দলনেতার মানহানি হয়েছে বলে দাবি করেছেন সৌমেন্দু অধিকারী।

এরপর সোমবার আইনজীবী মারফত কুণাল ঘোষকে আইনি নোটিস পাঠান সৌমেন্দু। পাশাপাশি ‘জাগোবাংলা’-র কর্তৃপক্ষকেও নোটিশ পাঠানো হয়। ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রমাণ দাখিলের কথা উল্লেখ করা হয়েছে এই নোটিসে। তা না হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে সংশ্লিষ্ট সব পক্ষের বিরুদ্ধে।

এই বিষয়ে সৌমেন্দু অধিকারীর আইনজীবী অনির্বাণ চক্রবর্তী বলেন, “কুণাল ঘোষ নিজের বক্তব্য প্রচার করেছেন। সেই বক্তব্যের পাশাপাশি শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মানহানিকর বিবৃতি দিয়েছেন। এতে আমার মক্কেলের দাদা শুভেন্দু অধিকারীর গুরুতর মানহানি করা হয়েছে।” যদিও, নোটিস হাতে পাননি বলে জানিয়েছেন কুণাল ঘোষ। ৭২ ঘণ্টার মধ্যে বক্তব্যের পরিপ্রেক্ষিতে প্রমাণ দাখিল না করতে পারলে নিঃশ্বর্ত ক্ষমা প্রকাশ করতে বলা হয়েছে নোটিসে।

Next Article