Suvendu Adhikari: ‘হাইকোর্ট আমাদের আবেদন শুনেছে, ফরেন্সিক হলেই ভোট বাতিল হবে’

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Mar 01, 2022 | 7:11 PM

Kanthi Municipal Election: শিব চতুর্দশীর পুণ্য তিথিতে নন্দীগ্রামের একটি শিব মন্দিরের শুভ উদ্বোধন করেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, এদিন গোকুলনগর ছাড়াও সোনাচুড়ায় মহা শিবরাত্রি পুজোয় অংশ নেন তিনি।

Suvendu Adhikari: হাইকোর্ট আমাদের আবেদন শুনেছে, ফরেন্সিক হলেই ভোট বাতিল হবে
শুভেন্দু অধিকারী (নিজস্ব ছবি)

Follow Us

কাঁথি: কাঁথি পুরভোট মামলায়, গণনা বন্ধ করা যাবে না। মঙ্গলবার এমনটাই জানানো হয়েছে কলকাতা হাইকোর্টের তরফে। তবে কাঁথি পুরসভার ফল নির্ভর করবে, মামলার ভবিষ্যতের ওপর। মঙ্গলবার মামলার শুনানিতে এমনটাই বলেছে প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। হাইকোর্টের নির্দেশ নিয়ে এবার মন্তব্য করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

শিব চতুর্দশীর পুণ্য তিথিতে নন্দীগ্রামের একটি শিব মন্দিরের শুভ উদ্বোধন করেন বিরোধী দলনেতা। শুধু তাই নয়, এদিন গোকুলনগর ছাড়াও সোনাচুড়ায় মহা শিবরাত্রি পুজোয় অংশ নেন তিনি। মন্দির থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের সামনে কাঁথি পৌরসভা নিয়ে তিনি বলেন, “আমরা কলকাতা হাইকোর্টের আবেদন শুনেছি। নির্বাচন কমিশনকে সমস্থ সিসিটিভির ফুটেজকে সংরক্ষিত করে তার ফরেন্সিক করতেও বলেছি। হাইকোর্ট উপযুক্ত নির্দেশ দিয়েছে। সব সিসিটিভির যদি ফরেন্সিক হয় তাহলে পুরোটাই পরিষ্কার  হয়ে যাবে। এবং ভোট বাতিল হবেই বলে দাবি বিরোধী নেতার।”

এ দিন মামলার আবেদনকারী সৌমেন্দু অধিকারীর তরফে আবেদন জানানো হয়, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখতে হবে। ভোটের দিন কী হয়েছিল, তা জানতে কোনও স্বাধীন তদন্তকারী সংস্থা বা কেন্দ্রীয় নির্বাচন কমিশনকে সেই ফুটেজ দেখাতে হবে। তদন্ত করে আদালতে রিপোর্ট দেওয়ার আর্জিও জানানো হয়েছে। প্রধান বিচারপতির কাছে বিজেপির আর্জি ছিল গণনা বন্ধ করে দেওয়া হোক। কিন্তু প্রধান বিচারপতি জানান, এখনও আর গণনা বন্ধ করার মতো পরিস্থিতি নেই। বিজেপির দাবি, পুরভোটের দিন কাঁথি পুরসভায় ৯৭ টি সিসিক্যামেরার মধ্যে ৯১ টি ভাঙা হয়েছে।

বিজেপির আইনজীবী পরমজিৎ পাটোয়ারি বলেন, ‘কাঁথির প্রণব হালদার নামের এক পোলিং এজেন্ট অখিল গিরির ছেলের বিরুদ্ধে অভিযোগ জানান। অভিযোগ, ২৭ ফেব্রুয়ারি অর্থাৎ ভোটের দিন সকাল ৭ টা থেকে ৯ টার সময়, যখন ভোট চলছিল, তখন সুপ্রকাশ গিরি হঠাৎ করেই ওই পোলিং এজেন্টের ওপর আক্রমণ করে।’ গালাগালি দেয় ও টাকা ছিনিয়ে নেয় বলেও অভিযোগ। একাধিক প্রার্থীকে মারধর করা হয়, বুথ দখল করা হয় বলেও দাবি বিজেপির।

আরও পড়ুন: Akhil Giri: ‘ওদের একজনও হাসপাতালে ভর্তি হয়নি’, শুভেন্দুর মামলা নিয়ে গিরির ‘গর্জন’

আরও পড়ুন: Money Recover From Islampur: ভিখারির কুঁড়ে ঘরে ৩ ট্রাঙ্ক ভর্তি নগদ টাকা, গুনতে-গুনতে ক্লান্ত এলাকাবাসী

Next Article