Abhijit Ganguly: ‘এই বছরই ভেঙে যাবে…’, শুভেন্দুকে পাশে বসিয়ে ডিসেম্বর ডেডলাইন এবার অভিজিৎ গাঙ্গুলির গলায়

Kanishka Maity | Edited By: Soumya Saha

Apr 09, 2024 | 9:15 PM

Abhijit Ganguly: সোমবার ময়নার সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, 'বিজেপি প্রার্থীদের জয়ী করুন। তাহলে এই তৃণমূল কংগ্রেস, যা ইতিমধ্যেই ভিতর থেকে ভেঙে গিয়েছে, তারা নিজেরাই ভেঙে পড়ে যাবে। ডিসেম্বর মাস পর্যন্তও আমি তাদের মেয়াদ দেখছি না। এই বছরই ভেঙে যাবে।' এরপরই অবশ্য বিকল্প ডেডলাইনও দিয়ে রাখলেন তিনি।

Abhijit Ganguly: এই বছরই ভেঙে যাবে..., শুভেন্দুকে পাশে বসিয়ে ডিসেম্বর ডেডলাইন এবার অভিজিৎ গাঙ্গুলির গলায়
অভিজিৎ গঙ্গোপাধ্যায়
Image Credit source: TV9 Bangla

Follow Us

ময়না: প্রচার সভায় বক্তব্য রাখছিলেন তমলুকের বিজেপি প্রার্থী অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মঞ্চেই বসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই সভা থেকে এবার অভিজিৎবাবুর মুখেও শোনা গেল ‘ডিসেম্বর’ ডেডলাইনের কথা। সোমবার ময়নার সভা থেকে অভিজিৎ গঙ্গোপাধ্যায় বললেন, ‘বিজেপি প্রার্থীদের জয়ী করুন। তাহলে এই তৃণমূল কংগ্রেস, যা ইতিমধ্যেই ভিতর থেকে ভেঙে গিয়েছে, তারা নিজেরাই ভেঙে পড়ে যাবে। ডিসেম্বর মাস পর্যন্তও আমি তাদের মেয়াদ দেখছি না। এই বছরই ভেঙে যাবে।’

যদিও ডিসেম্বর ডেডলাইন মিস হলে, পরের সম্ভব্য ডেডলাইনও জানিয়ে দিলেন তমলুকের বিজেপি প্রার্থী। এই বছরেই তৃণমূল ভেঙে যাওয়ার সম্ভাবনা নিয়ে যে পূর্বভাস দিয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্য়ায়, সেটা না মিললে দেড় বছর পর ২০২৬ সালের বিধানসভা ভোটের কথাও বলে রাখলাম। তাঁর কথায়, ‘দেড় বছর পর ২০২৬ সাল তো আছেই। এদের গুড়িয়ে দিতে হবে। এই দুর্বৃত্তদের আর একদিনও ক্ষমতায় রাখা যাবে না। এরা পশ্চিমবঙ্গকে শেষ করেছে।’

উল্লেখ্য, এর আগে বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলাতেও শোনা গিয়েছিল ডিসেম্বর তত্ত্ব। সেটা ২০২২ সালের কথা। সেই বছরের ১২, ১৪ ও ২১ ডিসেম্বরের উপর জোর দিয়েছিলেন শুভেন্দু। যদিও পরে শুভেন্দু নিজেই ব্যাখ্যা দিয়েছিলেন, তিনি কোনও ডেডলাইন দেননি। ডেডলাইনের বিষয়টি সংবাদমাধ্যমের ব্যাখ্যা ছিল। তিনি বলতে চেয়েছিলেন, ওই তিনটি দিন রাজ্য রাজনীতিতে ও সরকারি প্রশাসনে গুরুত্বপূর্ণ দিন।

আর এবারও সেই ডিসেম্বরের কথা শোনা গেল তমলুকের বিজেপি প্রার্থী তথা অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের গলাতেও। যদিও একইসঙ্গে তিনি বিকল্প অপশন হিসেবে ২০২৬ সালের বিধানসভা ভোটের ইঙ্গিতও দিয়ে রাখলেন।

Next Article