Tamluk: ‘আমার সুস্থ বাচ্চাটাকে ওরা মেরে ফেলল’, তিন মাসের মৃত শিশু কোলে, কেঁদে ভাসালেন মা

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Oct 22, 2021 | 12:45 AM

Purba Medinipur: বৃহস্পতিবার সকাল থেকে ফের জ্বর আসে শিশুটির। সন্ধ্যাবেলা শিশুটির নাক থেকে রক্তক্ষরণ হতে থাকে।

Tamluk: আমার সুস্থ বাচ্চাটাকে ওরা মেরে ফেলল, তিন মাসের মৃত শিশু কোলে, কেঁদে ভাসালেন মা
চিকিৎসায় গাফিলতির কারণে শিশু মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল তমলুকে। নিজস্ব চিত্র।

Follow Us

পূর্ব মেদিনীপুর: চিকিৎসায় গাফিলতির কারণে শিশু মৃত্যুর (Baby Girl Died) অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়াল তমলুকে। পরিবারের অভিযোগ, ভুল চিকিৎসায় তাদের শিশুকন্যার মৃত্যু হয়েছে। এরপরই তমলুকের ওই বেসরকারি ডায়াগনিসটিক সেন্টারে তুমুল গোলমাল শুরু হয়। তমলুক (Tamluk) শহরের এক চিকিৎসকের বিরুদ্ধে ভুল চিকিৎসার অভিযোগ ওঠে। মৃত সন্তানকে কোলে নিয়ে কান্নায় ফেটে পড়েন মা।

জানা গিয়েছে, তিন মাস ছ’দিনের ওই শিশুর জ্বর হয়। শহরের এক নামজাদা চিকিৎসকের কাছে সন্তানকে নিয়ে যান মা। তিনি ওষুধ দেন। এরপর বাচ্চাটি স্বাভাবিকই ছিল। হঠাৎই বুধবার ওই ডায়াগনিসটিক সেন্টারে চেকআপের জন্য নিয়ে গেলে ওই ডাক্তার নিউমোনিয়ার ভ্যাকসিন দেন।

অভিযোগ, এরপর বৃহস্পতিবার সকাল থেকে ফের জ্বর আসে শিশুটির। সন্ধ্যাবেলা শিশুটির নাক থেকে রক্তক্ষরণ হতে থাকে। বাড়ির লোকজন খুবই ভয় পেয়ে যান। এরপরই কোনও মতে শিশুটিকে বুকে জড়িয়ে তমলুকে পূর্ব মেদিনীপুর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু সেখানে চিকিৎসকরা শিশুটিকে মৃত ঘোষণা করেন। এই খবর শুনেই উত্তেজনা ছড়ায়। বাচ্চাটিকে নিয়ে আসা হয় ডায়াগনিসটিক সেন্টারে সেখানেই কর্তৃপক্ষকে ঘিরে ধরে দফায় দফায় বিক্ষোভ দেখান শিশুটির বাড়ির লোকজন। ঘটনাস্থলে তমলুক থানার পুলিশ যায়। যদিও এ বিষয়ে ডায়াগনিসটিক সেন্টারের কেউ কোনও মন্তব্য করতে চাননি।

শিশুর বাড়ির লোকজন জানান, এক মাসে আগে নিউমোনিয়া হয়েছিল। নার্সিংহোমে ভর্তি ছিল বাচ্চাটি। এরপর সুস্থ হওয়ার পর বাড়িতেও ফিরিয়ে নিয়ে যাওয়া হয় তাকে। শিশুটির মা হাউ হাউ করে কেঁদে ফেলেন, “যতদিন হাসপাতালে রাখতে বলেছে রেখেছি। ছাড়ার পরও দু’বার করে সপ্তাহ দেখাতে আসতাম। আমাকে বলল নিউমোনিয়ার ভ্যাকসিন দিয়ে দাও ভাল হয়ে যাবে। অনেকদিন ধরে বলছেন। বৃষ্টি, পুজো তাই আর আসিনি। বুধবারই এসেছিলাম ভ্যাকসিন দিতে। বৃহস্পতিবার সকাল ৮টার সময় জ্বর আসে। উনি যা ওষুধ বলেছেন দিয়েছি। হঠাৎ করে সন্ধ্যায় নাক দিয়ে রক্ত বের হতে শুরু করে। আমার বাচ্চা পুরো সুস্থ। তবু ওকে ভ্যাকসিন দিল!”

আরও পড়ুন: Islampur: ‘অক্সিজেন ছাড়াই অ্যাম্বুলেন্সে তুলে দিল, ছেলেটা শেষ’, নার্সিংহোমের সামনে ক্ষোভে ফেটে পড়ল পরিবার

আরও পড়ুন: Laxmir Bhandar: ব্যাঙ্ক অ্যাকাউন্ট চেক করলেন? লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে ১ কোটির বেশি অ্যাকাউন্টে

আরও পড়ুন: Industry: রাজ্যে রঙের কারখানা তৈরি করছে নামজাদা শিল্পগোষ্ঠী, প্রচুর কর্মসংস্থান হতে চলেছে বাংলায়

Next Article