TMC-BJP: তৃণমূলের ক্যাম্পে হামলার অভিযোগ বিজেপির বিরুদ্ধে, তপ্ত নন্দীগ্রাম
TMC-BJP: তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নন্দীগ্রামের হরিপুরে প্রেস কনফারেন্স ছাড়াও বেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরোধী দল নেতার একটি ধর্মীয় কর্মসূচি ছিল। এদিন নন্দীগ্রাম ১নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শুভেন্দু অধিকারী আসার কিছুক্ষণ আগে গোবিন্দপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের ভোট সুরক্ষা ক্যাম্পে হামলা চালায় বিজেপি।

পূর্ব মেদিনীপুর: নন্দীগ্রামে উত্তেজনা ! রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ধর্মীয় অনুষ্ঠান সেরে যাওয়ার পর বিজেপি কর্মীরা তৃণমূলের ‘ভোট রক্ষা’ সহযোগিতা ক্যাম্পে হামলা করে বলেই অভিযোগ তৃণমূলের। পাল্টা তৃণমূলের গোষ্ঠী দ্বন্দ্বের জেরেই এই ঘটনা বলে দাবি পদ্ম শিবিরের। নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর প্রেস কনফারেন্স চলাকালীন তৃণমূলের ভোট রক্ষা ক্যাম্পের উপর হামলার অভিযোগ। অভিযোগের তীর বিজেপির দিকে।
তৃণমূল কংগ্রেসের অভিযোগ, নন্দীগ্রামের হরিপুরে প্রেস কনফারেন্স ছাড়াও বেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় বিরোধী দল নেতার একটি ধর্মীয় কর্মসূচি ছিল। এদিন নন্দীগ্রাম ১নম্বর ব্লকের ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায় শুভেন্দু অধিকারী আসার কিছুক্ষণ আগে গোবিন্দপুর মোড়ে তৃণমূল কংগ্রেসের ভোট সুরক্ষা ক্যাম্পে হামলা চালায় বিজেপি।
যদিও তৃণমূল কংগ্রেসের করা সমস্ত অভিযোগ অস্বীকার করেছে বিজেপি নেতৃত্ব। পাল্টা নন্দীগ্রামের গোবিন্দপুর মোড়, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েতের এই ঘটনা।তৃণমূলের কোর কমিটি করায় তাদের মধ্যে গোষ্ঠী দ্বন্দ্বের জেরে এই ঘটনা কে বিজেপির ঘাড়ে চাপানো হচ্ছে বলে জানান তমলুক সাংগঠনিক জেলা সাধারণ সম্পাদক মেঘনাদ পাল।
নন্দীগ্রাম ১ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ বলেন, “বাংলার ভোটরক্ষা তৃণমূলের পূর্ব ঘোষিত কর্মসূচি। সেটা করতে গিয়েই আজ ভেকুটিয়ায় অঞ্চল তৃণমূল কংগ্রেসের উদ্যোগে একটা ক্যাম্প করেছিল। বিজেপির দুষ্কৃতীরা হামলা চালায়। যখন হামলা চলে, তখন তার দশ মিনিট পর শুভেন্দু অধিকারী ওই রাস্তা দিয়ে যাচ্ছিলেন।”
তমলুক সাংগঠনিক জেলা বিজেপির সাধারণ সম্পাদক মেঘনাথ পাল বলেন, “সম্পূর্ণ মিথ্যা অভিযোগ। নিজেদের মধ্যে অশান্তির দায় ওরা বরাবরই বিজেপির ঘাড়ে ঠেলে।”
