পূর্বে মেদিনীপুর: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উদযাপন নিয়ে মাতঙ্গিনী ব্লকে আবার প্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী কোন্দল। শহীদ মাতঙ্গিনী পঞ্চায়েত সমিতির কাখরদার ১ নম্বর তৃণমূল কংগ্রেসের ১২৪ নম্বর বুথে সভাপতি বিজয় দালাল ও তাঁর অনুগামীরা বৃহস্পতিবার দলীয় কার্যালয়ে মুখ্যমন্ত্রীর জন্মদিন পালন করতে গিয়ে অভিযোগ করেন যে অঞ্চল তৃণমূলের সভাপতি জয়ন্ত হাজরা বুধবার এই কর্মসূচী পালন না করায় বৃহস্পতিবার সভাপতিকে বাদ দিয়েই এই কর্মসূচী পালন করা হয়েছে।
বুথ সভাপতি বিজয় দালাল অভিযোগ করে বলেন, “আমাদের অঞ্চল সভাপতিকে কোনও সময়ে কাজে পাওয়া যায় না। তিনি তাঁর মতো ব্যস্ত থাকেন। দিদির জন্মদিনটাও পালন করেননি তিনি। তাই আমরা একজোট হয়ে আজ দিদির জন্মদিন পালন করেছি।” তাঁর আরও অভিযোগ অঞ্চল সভাপতি কোনও দলীয় কাজে থাকেন না। যদিও এ নিয়ে মুখ খুলতে চাননি অঞ্চল সভাপতি জয়ন্ত হাজরা। এদিন, কেক কেটে এলাকায় মিষ্টি বিতরণ করেই নিজেদের প্রিয়ে নেত্রীর জন্মদিন পালন করেন বিজয় দালালরা।
নেত্রী বারবার সতর্ক করেছেন। কিন্তু কে শোনে কার কথা! তৃণমূলে গোষ্ঠীকোন্দল লেগেই রয়েছে। খোদ তৃণমূল সুপ্রিমোর জন্মদিনেই এমন অপ্রতিভ ঘটনায় কিছুটা অস্বস্তিতে জেলা নেতৃত্বও। অন্যদিকে পাল্টা কটাক্ষ হেনেছে পদ্ম শিবির। স্থানীয় বিজেপি নেতৃত্বের মন্তব্য, “তৃণমূল ক্ষমতা ভোগ করবে কি! কোন্দলেই কাটিয়ে ফেলল!”
৫ জানুয়ারি জন্মদিন ছিল রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee)। তাঁর জন্মদিনে দেশের বিভিন্ন প্রান্ত থেকে এসেছে শুভেচ্ছা বার্তা। উত্তর প্রদেশের সমাজবাদী পার্টির নেতা অখিলেশ যাদব (Akhilesh Yadav) থেকে শুরু করে তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন(MK Stalin), সকলেই মমতা বন্দ্য়োপাধ্যায়কে ৬৭ তম জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছেন। বাদ পড়েননি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী(Narendra Modi)-ও। তিনিও টুইট করে ‘দিদি’কে জন্মদিনের শুভেচ্ছা জানান ও দীর্ঘ জীবন কামনা করেন। বিরোধিতা দূরে ঠেলে রাতে প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন মুখ্যমন্ত্রীও।
বুধবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী টুইট বার্তায় মুখ্যমন্ত্রীকে লেখেন, “পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় দিদিকে জন্মদিনের শুভেচ্ছা। আপনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।”
Thank you Hon'ble Prime Minister @narendramodi ji for your wishes. https://t.co/9PCA1vZHaK
— Mamata Banerjee (@MamataOfficial) January 5, 2022
মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরেও শুভেচ্ছা জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। তাঁর টুইটের জবাবেও ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, একইসঙ্গে তাঁর সুস্বাস্থ্যের কামনাও করেন। উল্লেখ্য, সম্প্রতিই মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রীর বড় অস্ত্রোপচার হয়েছে, সেই কারণে তিন সপ্তাহ হাসপাতালে ভর্তি ছিলেন তিনি।
তৃণমূলের অন্দরের অনেকেই জানেন যে, ৩ জানুয়ারি জন্মদিন পালন করেন না মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায় দুর্গাপুজোর অষ্টমীর দিন জন্মেছিলেন তিনি। এই নিয়ে কুণাল ঘোষ লেখেন যে, “কেবল দলের সভ্যরাই জানেন ৫ জানুয়ারি মুখ্য়মন্ত্রীর জন্মদিন। তবে সকলের শুভেচ্ছাবার্তার জবাব দিয়ে মুখ্যমন্ত্রী এক প্রকার প্রমাণ করে দিলেন যে, ৫ জানুয়ারিই মুখ্যমন্ত্রীর জন্মদিন।”
আরও পড়ুন: Suvendu Adhikari: ‘জোঁকের মুখে কী করে দেশি নুন দিতে হয় জানা আছে…আমি ওস্তাদ ও ব্যাপারে’