TMC Clash: রোগ পুরনো, শাসকের গোষ্ঠী কোন্দলের সমস্যায় বিপাকে সাধারণ মানুষ

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Jan 07, 2022 | 3:05 PM

Purba Medinipur: পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরণ জানা। অন্যদিকে মামুদ হোসেন হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি। এদের মধ্যে গোষ্ঠীদ্বদন্ধ দীর্ঘদিনের।

TMC Clash: রোগ পুরনো, শাসকের গোষ্ঠী কোন্দলের সমস্যায় বিপাকে সাধারণ মানুষ
ঘাসফুলের পথ অবরোধ (নিজস্ব ছবি)

Follow Us

কাঁথি: জেলায়-জেলায় জারি রয়েছে শাসকদলের গোষ্ঠী কোন্দল। একাধিক বিষয়ে উত্তপ্ত হয়েছে এলাকা। ফের গোষ্ঠী কোন্দলের খবর। শাসকদলের গোষ্ঠী দ্বন্ধে বিপাকে এবার সাধারণ মানুষ। বন্ধ রাস্তাঘাট। যার জেরে তীব্র যানজট।

কী ঘটেছে?

পূর্ব মেদিনীপুরের দেশপ্রাণ ব্লকের পঞ্চায়েত সমিতির সহ সভাপতি তরণ জানা। অন্যদিকে মামুদ হোসেন হলেন পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের প্রাক্তন সহকারী সভাধিপতি। এদের মধ্য়ে গোষ্ঠীদ্বদন্ধ দীর্ঘদিনের। গত ১লা জানুয়ারি রাতের বেলা স্থানীয় কিছু তৃণমূলের লোকজন এলাকার বেশকিছু গ্রামবাসীকে ধরে মারধরে করে বলে অভিযোগ। শুধু মারধর নয় মদ্যপ অবস্থায় কয়েকজনের বাড়িও ভেঙে দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। সেই নিয়ে ২ তারিখ সকালে কাঁথি রসুলপুর রাস্তা পথ অবরোধ করেন এলাকার মহিলারা। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ জানানো হয়।

সেই সময় গ্রামবাসীদের অভিযোগ ছিল সরকার মদের ঢালাও লাইসেন্স দিয়েছে। যার ফলে বেড়েছে মদের দোকান ও বাড়ছে মদ্যপদের উপদ্রপ। মহিলা পুরুষ নির্বিচারে হচ্ছেন হেনস্থা ও আক্রান্তের শিকার। বাড়ি ভাঙচুর করা হচ্ছে গ্রামবাসীদের। কিন্তু একাধিকবার অভিযোগ জানিয়েও কোন পদক্ষেপ নেয়নি কাঁথি থানার পুলিশ।

তার পর কেটে গিয়েছে কয়েকদিন। এরপর আজ পঞ্চায়েত সমিতির সভাপতি, বিডিও থেকে গোটা ঘটনার মধ্যস্থতা করে যার কারণে মামুদ হোসেনের অনুগামীরা পথ অবরোধে নেমে পড়েন। তাদের দাবি রাজনৈতিক সন্ত্রাস হচ্ছে এলাকায়। ওয়াকিবহলের মতে যেহেতু তরুণ জানা এলাকায় সামান্য হলেও সুবিধা পেয়ে যাচ্ছে সেই কারণে গোষ্ঠী দ্বন্দ্ব আরও প্রকাশ্যে এসেছে।

মামুদ হোসেন বলেন, “আজ সকাল থেকে পথ অবরোধ করার একটাই কারণ। এলাকায় সামজ বিরোধীদের উৎপাত বেড়েছে। আর তাতে মদত দিচ্ছেন রাজনৈতিক নেতা। যেভাবে এখানে বটগাছ কাট হল নানাভাবে এলাকার পরিবেশকে কলুষিত করা হচ্ছে। প্রকৃতপক্ষে এক শ্রেণির নেতা  সমাজবিরোধীদের শায়েস্তা করার নামে রাজনীতি করছেন। সেই নোংরা রাজনীতি বন্ধ করার জন্য ও এলাকায় শান্তি আনার জন্য এই অবরোধ করা হচ্ছে। ”

আজ সকাল ১০:৩০মিনিট থেকে শুরু হয়েছে রসুলপুর রাস্তার বকুয়াবাঁধ এলকায় এই অবরোধ। সেই অবরোধের জেরে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। সে দিনের বিপক্ষের পেছনে উত্তর কাঁথির কোর্ডিনেটর তরুণ জানা অনুগামী রা ছিল বলে জানা গেছে। আজ দেশপ্রাণ ব্লকের নেতা ও প্রাক্তন সহ সভাধিপতি মামুদ হোসেন স্বয়ং অবরোধে সামিল হয়েছেন। এধিকে মাঝখান থেকে ভুক্তভোগী হচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন: Ration Card: লিঙ্ক হয়নি আধার, রেশনের খাতায় জীবিতরাও আজ ‘মৃত’!

আরও পড়ুন: CNCI Inauguration: চিত্তরঞ্জন ন্যাশানাল ক্যান্সার হাসপাতালের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, রয়েছেন মমতাও

Next Article