কাঁথি: পূর্ব মেদিনীপুরের একটা বড় অংশকে রাজনীতির কারবারিরা ‘অধিকারী সাম্রাজ্য’ আখ্যা দিয়ে থাকেন। শিশির অধিকারী, শুভেন্দু অধিকারী, দিব্যেন্দু অধিকারীর প্রভাবের কথা জানতেন সবাই। পরবর্তীতে সেই সাম্রাজ্যে গিয়ে ভোটে লড়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সময়ের সঙ্গে সঙ্গে রাজনীতির জল গড়িয়েছে অন্যদিকে। পরিবারের রঙ বদলেছে। রাজনীতির নিয়মে কাদা ছোড়াছুড়িও হয়েছে শাসক দলের সঙ্গে। চর্চা হয়েছে, অধিকারীদের ‘লাভ-লোকসান’ নিয়ে। শাসক দলের নেতারা অঙ্ক কষে বুঝিয়েছেন, তৃণমূল আমলে কত লাভ হয়েছে অধিকারীদের। এবার TV9 বাংলায় সেই সম্পর্কে বিস্ফোরক দাবি করলেন শিশির অধিকারী।
শিশির-শুভেন্দুরা বারবার দাবি করেছেন, দলের জন্য তাঁদের যা অবদান, তার স্বীকৃতি তাঁরা কোনওদিনই পাননি। কলকাতার নেতাদের সঙ্গে তাঁদের তফাৎ থাকার কথাও উল্লেখ করেছেন। এবার শিশির অধিকারী দাবি করলেন, তাঁদের দয়া-দাক্ষিণ্যেই তৃণমূল আজ ফুলেফেঁপে উঠেছে।
TV9 বাংলার মুখোমুখি হয়ে শিশির অধিকারী বলেন, “ওরা বলে আমরা নাকি অনেক কিছু নিয়ে হৃষ্টপুষ্ট হয়েছি। আসলে দলটাই তো হৃষ্টপুষ্ট হল আমাদের দয়ায়, আমাদের দাক্ষিণ্যে। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে শিশির অধিকারী বলেন, “উনি তো নন্দীগ্রাম সম্পর্কে জানতেন না। কোলাঘাট থেকে ঘুরে ফিরে যেতেন। আমি ওঁকে নিয়ে এসেছিলাম। তার অনেক ব্যাখ্যা- অপব্যাখ্যা হয়েছে। কলকাতায় বসে অনেকে আমাদের বিশ্বাসঘাতক বলেছে।”
তবে শিশির অধিকারী মনে করেন, একসময় পূর্ব মেদিনীপুরের প্রত্যন্ত অঞ্চলকে কেউ চিনতেন না, তবে সেই রাজনৈতি ইতিহাস আজ বদলে গিয়েছে। বাংলার রাজনীতিতে মেদিনীপুর এখন ‘ডিকটেট’ করে বলেও মন্তব্য করেছেন তিনি।