দিঘা: ঘাটালের তৃণমূল সাংসদ তথা অভিনেতা দেবকে ঘিরে তুঙ্গে জল্পনা। একদিকে ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে বিতর্ক। যেখানে দাবি করা হচ্ছে, সাংসদের এমপিল্যাডের থেকে নাকি ৩০ শতাংশ কমিশন চাওয়া হয়েছে। যদিও সেই অডিয়ো ক্লিপের সত্যতা যাচাই করেনি টিভি নাইন বাংলা। অন্যদিকে আবার তাঁর আগামী পদক্ষেপ নিয়েও জোর চর্চা। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে সংসদের ভিতরের একটি ছবি শেয়ার করেছেন দেব। সঙ্গে লিখেছেন, ‘আর কয়েক ঘণ্টা…’। দিনভর দেবকে নিয়ে যখন এত জল্পনা, তখন দেব-বিতর্কে মুখ খুললেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। পুরনো প্রসঙ্গ টেনে আবারও খোঁচা দিলেন শুভেন্দু।
দেব-ইস্যুতে ভাইরাল অডিয়ো ক্লিপ প্রসঙ্গে বুধবার বিরোধী দলনেতাকে প্রশ্ন করতেই বললেন, “দেব যে এজেন্ট দিয়ে কমিশন তোলেন, এটা ঘাটালের সবাই জানেন। দেবের এমপিল্যাডের কাজ নিতে গেলে, ৩০ শতাংশ কি না আমি জানি না, তবে কাটমানি দিতে হয়। এটা শুধু দেবের নয়, সব তৃণমূল সাংসদের।” প্রসঙ্গত, দেব অবশ্য ভাইরাল অডিয়ো ক্লিপ ঘিরে বিতর্ক নিয়ে ইতিমধ্যেই মুখ খুলেছেন। তাঁর বক্তব্য, দলকে যা জানানোর, তা তিনি জানিয়ে দিয়েছেন।
দেবের পরবর্তী পদক্ষেপ ঘিরে জল্পনা যে চরমে উঠছে, সে নিয়েও আজ প্রশ্ন করা হয়েছিল শুভেন্দুকে। সেই প্রশ্নের উত্তর দিতে গিয়েই আবারও এনামুলের প্রসঙ্গ টেনে আনলেন বিরোধী দলনেতা। শুভেন্দু বলেন, “এনামুলের টাকায় দেব যে সিনেমা করেছেন, এটা তো প্রমাণিত সত্য। দেব একবার নিজাম প্যালেসে গিয়েছেন। ইডি অফিসে একবার লুকিয়ে লুকিয়ে গিয়েছেন, সেটা সংবাদমাধ্যম জানতে পারেনি। পাঁচ কোটি টাকা অ্যাকাউন্টে নিয়েছেন এবং সেই টাকায় সিনেমা করেছেন। ইডি চাইলে ব্যবস্থা তো নিতেই পারে। কারণ, এনামুল এখনও জেলের মধ্যেই আছে।”
এরপরই ঘাটালের সাংসদ প্রসঙ্গে শুভেন্দুর আরও সংযোজন, “কী করবেন, সেটা তিনিই জানেন। তবে আমার কাছে যেটুকু খবর আছে, সাংসদ পদ থেকে ওনার ইস্তফা শুধু সময়ের অপেক্ষা।” প্রসঙ্গত, এনামুলের টাকায় সিনেমা নিয়ে এর আগেও দেবকে নিশানা করেছিলেন শুভেন্দু। তবে যেদিন তাঁকে সিবিআই অফিসে ডেকে পাঠানো হয়েছিল, সেদিন নিজাম থেকে বেরিয়ে দেব বলেছিলেন, এনামুলকে তিনি চেনেন না।