AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

TMC: কাঁথি-তমলুকে গণনার আগেই বড় চমক দিল তৃণমূল, কাউন্টিংয়েও তো ‘হাড্ডাহাড্ডি’ লড়াই

Purba Medinipur: রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকেই গণনার দিনের স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেন অভিষেক। গণনার বিশেষ দিনে কারা, কোথায়, কীভাবে গোটা গণনা কর্মকাণ্ড নজরে রাখবেন তার ধাঁচা তৈরি করে দেন তিনি।

TMC: কাঁথি-তমলুকে গণনার আগেই বড় চমক দিল তৃণমূল, কাউন্টিংয়েও তো 'হাড্ডাহাড্ডি' লড়াই
তৃণমূল কংগ্রেস।
| Edited By: | Updated on: Jun 03, 2024 | 6:02 PM
Share

পূর্ব মেদিনীপুর: ভোট তো মিটেছে ভোটের মতো। কিন্তু আসল পরীক্ষা মঙ্গলে। ভোটগণনা বলে কথা। ৪ জুনের গণনাকে ঘিরে মেগা স্ট্যাটেজি তৃণমূলের। কাঁথিতে তৃণমূলের দলীয় গণনার পর্যবেক্ষক থাকছেন প্রার্থী উত্তম বারিক নিজেই। তমলুকে গণনার পর্যবেক্ষক রাজীব বন্দ্যোপাধ্যায়।

এ রাজ্যের ৪২ আসনে ভোট হয়েছে। এরমধ্যে অন্যতম দুই হাইভোল্টেজ কেন্দ্র কাঁথি, তমলুক। লড়াই ত্রিমুখী হলেও আসলে লড়াইটা দুই ফুলের। প্রেস্টিজ ফাইট বলা চলে। রবিবারই অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা নেতৃত্বের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন। সূত্রের খবর, সেই বৈঠকেই গণনার দিনের স্ট্র্যাটেজি নির্ধারণ করে দেন অভিষেক। গণনার বিশেষ দিনে কারা, কোথায়, কীভাবে গোটা গণনা কর্মকাণ্ড নজরে রাখবেন তার ধাঁচা তৈরি করে দেন তিনি।

তৃণমূল সূত্রের খবর, তাদের অভ্যন্তরীণ সমীক্ষার মতে বেশ কিছু আসনে টানটান লড়াই হয়েছে। খুব কম ব্যবধানে হারজিত চূড়ান্ত হবে। সেখানে গণনায় কড়া নজর রাখতে হবে বলে দলীয় নির্দেশ। বেশ কিছু জায়গায় থাকছেন পর্যবেক্ষক বা অবজারভার।

সূত্রের খবর, ঘাটালে দায়িত্বে মানস ভুঁইয়া ও অজিত মাইতি, মেদিনীপুরে জয়প্রকাশ মজুমদার, আরামবাগে শান্তনু সেন, হুগলিতে ইন্দ্রনীল সেন, তমলুকে রাজীব বন্দ্যোপাধ্যায়, কাঁথিতে প্রার্থী উত্তম বারিক, কোচবিহারে অভিজিৎ ভৌমিক ও উদয়ন গুহ, আলিপুরদুয়ারে গঙ্গাপ্রসাদ শর্মা, জলপাইগুড়িতে মহুয়া গোপ ও চন্দন ভৌমিক, বিষ্ণুপুরে সমীর চক্রবর্তী।