Tourist death in Digha: সমুদ্র সৈকতে লোভনীয় ‘কাঁকড়াই’ ফের প্রাণ কাড়ল পর্যটকের!

TV9 Bangla Digital | Edited By: অবন্তিকা প্রামাণিক

Dec 24, 2021 | 7:56 PM

Digha: এই প্রথম নয় আগেও বেশ কয়েকজন পর্যটকের সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছে।

Tourist death in Digha: সমুদ্র সৈকতে লোভনীয় কাঁকড়াই ফের প্রাণ কাড়ল পর্যটকের!
সমুদ্র সৈকতে কাঁকড়া খেয়ে মৃত্যু পর্যটকের (নিজস্ব ছবি)

Follow Us

দিঘা: বছর শেষ হতে চলেছে। ছুটির আমেজ শুরু হয়েছে। তার মধ্যে মর্মান্তিক খবর। আবারও দিঘায় বেড়াতে এসে কাঁকড়া খেয়ে মৃত্যু এক পর্যটকের।

শনিবার ২৫ শে ডিসেম্বর। প্রায় দু’বছর করোনা আবহ কাটিয়ে ছন্দে ফিরছে সৈকত শহর দিঘা। পর্যটকদের আনাগোনা শুরু হয়েছে। ঠিক একদিন আগেই সৈকত নগরী দিঘায় দুঃখের সংবাদ। আর এই খবর ছড়িয়ে পড়তেই আতঙ্কিত বেড়াতে আসা পর্যটক থেকে ব্যবসায়ীরা। সামুদ্রিক কাঁকড়া খেয়ে মর্মান্তিক মৃত্যু হল যুবতীর। পরিবারের লোকেরা উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে শেষ রক্ষা হল না। চিকিৎসক মৃত বলে ঘোষণা করে।

পুলিশ সূত্রে খবর মৃত পর্যটক যুবতী দীপিকা ভগৎ (১৯)। শুক্রবার মৃতদেহটি ময়না তদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। এই প্রথম নয় আগেও বেশ কয়েকজন পর্যটকের সামুদ্রিক কাঁকড়া খেয়ে মৃত্যু হয়েছে। যার কারণে সামুদ্রিক কাঁকড়া বিক্রি নিয়ে একাধিক প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। যদিও চিকিৎসকের সাফাই এলার্জির কারণে এমন ঘটনা ঘটতে পারে।

বীরভূম জেলার রামপুরহাট থেকে দিদি জামাইবাবুর সঙ্গে বেড়াতে এসেছিলেন দীপিকা। বৃহস্পতিবার সন্ধ্যায় নিউ দিঘা সৈকতে বসেছিলেন সপরিবারে। তখনই দীপিকা কাঁকড়া ভাজা খাওয়ার ইচ্ছে প্রকাশ করে। এরপর কাঁকড়া খাওয়ার কিছুক্ষণের মধ্যেই অসুস্থ বোধ করেন ওই যুবতী । তড়িঘড়ি তাঁকে উদ্ধার করে দিঘা হাসপাতালে ভর্তি করেন পরিবারের সদস্যরা। সেখানেই চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

মর্মান্তিক দুর্ঘটনার পর শোকস্তব্ধ হয়ে পড়েন মৃত যুবতীর জামাইবাবু দিদি সহ পরিবারের সদস্যরা।
সৈকত শহরে ‘সি বীচে’ কাঁকড়া বিক্রি নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে। কিছু জন ব্যবসায়ী দাবি সমুদ্র ধারে পর্যটকদের নানা রকমের রঙিন মাছের ভাজা ও কাঁকড়া ভাজা খাওয়ার ফলে অধিকাংশ পর্যটক অসুস্থ হয়ে পড়ছেন। কোথায় নজরদারি খাদ্য সুরক্ষা দফতরের উঠছে প্রশ্ন ।

এদিকে, উত্তর দিনাজপুরে অনুষ্ঠান বাড়িতে চা খেয়ে অসুস্থ প্রায় চল্লিশ জন। শুধু তাই নয় পরে ফেলে দেওয়া চা খাওয়ার পর মৃত গবাদি পশুও। অসুস্থদের ইতিমধ্যেই কালিয়াগঞ্জ স্টেট জেনেরাল হাসপাতালে ভর্তি করা হয়েছে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে গোটা এলাকায়।

ঘটানাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের ৭ নং ভান্ডার গ্রাম পঞ্চায়েত অধিনে তিলগাঁও এলাকায়। স্থানীয় সুত্রে জানা গিয়েছে, এলাকার বাসিন্দা তাহেব আলীর বাড়িতে শুক্রবার সকাকে সন্তানের নামকরণের অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানে আসা আত্মীয়রা চা খেয়ে অসুস্থ বোধ করতে শুরু করেন। এরপর সেই চা ফেলে দিলে তা একটি ছাগল ও একটি গোরু খেয়ে নেয়। কিছুক্ষণবাদে ওই দুই পশু দু’টিও ছটপট করে মারা যায় বলে দাবি।

আরও পড়ুন: Howrah Road Accident: মর্মান্তিক! টিউশন পড়ে ফেরার পথে ময়লা ফেলার গাড়ির চাকায় পিষে মৃত্যু কিশোরীর

Next Article