Digha Beach Marathon: পরিচ্ছন্নতার বার্তা দিতে দিঘায় প্রথমবার বিচ ম্যারাথন

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Dec 24, 2022 | 5:11 PM

1 / 6
সারা বছর দিঘায় পর্যটকদের ভিড়। লক্ষ লক্ষ মানুষ যান প্রতি বছর। পর্যটকদের আনাগোনা যেমন বেড়েছে, একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সমুদ্রতটের দূষণ। ডাবের খোলা থেকে শুরু করে খাবারের প্লাস্টিক, স্ট্র, ঠোঙা— সবই পড়ে থাকতে দেখা যায় সমুদ্রের ধারে।

সারা বছর দিঘায় পর্যটকদের ভিড়। লক্ষ লক্ষ মানুষ যান প্রতি বছর। পর্যটকদের আনাগোনা যেমন বেড়েছে, একইসঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে সমুদ্রতটের দূষণ। ডাবের খোলা থেকে শুরু করে খাবারের প্লাস্টিক, স্ট্র, ঠোঙা— সবই পড়ে থাকতে দেখা যায় সমুদ্রের ধারে।

2 / 6
জেলা প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা সবরকম চেষ্টা করেও পুরোপুরি তা প্রহিত করতে পারেনি। এবার সবুজায়ন ও প্লাস্টিকমুক্ত পরিচ্ছন্ন দিঘার লক্ষ্যে দিঘায় বিচ ম্যারাথনের আয়োজন করা হল। প্রবল উৎসাহ  সৈকত শহরে।

জেলা প্রশাসন, স্থানীয় স্বেচ্ছাসেবকরা সবরকম চেষ্টা করেও পুরোপুরি তা প্রহিত করতে পারেনি। এবার সবুজায়ন ও প্লাস্টিকমুক্ত পরিচ্ছন্ন দিঘার লক্ষ্যে দিঘায় বিচ ম্যারাথনের আয়োজন করা হল। প্রবল উৎসাহ সৈকত শহরে।

3 / 6
দিঘা বিচ ম্যারাথনের আয়োজন করে জেলা পুলিশ ও পূর্ব মেদিনীপুরের একটি সংগঠন। শনিবার সকাল ৬টা ১০ মিনিটে দিঘা হাসপাতাল সংলগ্ন মাঠ থেকে শুরু হয় এই ম্যারাথন।

দিঘা বিচ ম্যারাথনের আয়োজন করে জেলা পুলিশ ও পূর্ব মেদিনীপুরের একটি সংগঠন। শনিবার সকাল ৬টা ১০ মিনিটে দিঘা হাসপাতাল সংলগ্ন মাঠ থেকে শুরু হয় এই ম্যারাথন।

4 / 6
 দিঘা গেট থেকে ন্যায়কালী মন্দির হয়ে দিঘা বাইপাস ধরে এই হাফ ম্যারাথন শেষ হয় দিঘা হাসপাতাল মাঠে গিয়ে। সেখানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

দিঘা গেট থেকে ন্যায়কালী মন্দির হয়ে দিঘা বাইপাস ধরে এই হাফ ম্যারাথন শেষ হয় দিঘা হাসপাতাল মাঠে গিয়ে। সেখানে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।

5 / 6
 ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক সোহম চক্রবর্তী, এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্য়ায়, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশসুপার অমরনাথ কে।

ছিলেন রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি, মৎস্যমন্ত্রী বিপ্লব রায়চৌধুরী, বিধায়ক সোহম চক্রবর্তী, এডিজি পশ্চিমাঞ্চল সঞ্জয় সিং, ডিআইজি মেদিনীপুর রেঞ্জ প্রসূন বন্দ্যোপাধ্য়ায়, পূর্ব মেদিনীপুর জেলা পুলিশসুপার অমরনাথ কে।

6 / 6
 প্লাস্টিক মুক্ত ও সবুজ দিঘার লক্ষ্যেই এই হাফ ম্যারাথনের আয়োজন। জেলা পুলিশসুপার অমরনাথ কে জানান, এ বছর প্রথম দিঘা বিচ ম্যারাথন করা হল। এটা ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় বিচ ম্যারাথন। এবার ২ হাজারের বেশি যোগ দেন। মোট পুরস্কার মূল্য ১০ লক্ষের কাছাকাছি। গোটা দেশের কাছে এটা নজির।

প্লাস্টিক মুক্ত ও সবুজ দিঘার লক্ষ্যেই এই হাফ ম্যারাথনের আয়োজন। জেলা পুলিশসুপার অমরনাথ কে জানান, এ বছর প্রথম দিঘা বিচ ম্যারাথন করা হল। এটা ইস্টার্ন ইন্ডিয়ার সবথেকে বড় বিচ ম্যারাথন। এবার ২ হাজারের বেশি যোগ দেন। মোট পুরস্কার মূল্য ১০ লক্ষের কাছাকাছি। গোটা দেশের কাছে এটা নজির।

Next Photo Gallery