দিঘা: রাত পোহালেই বড়দিন। কিন্তু, তার আগেই যেন মনে খানিকটা বিষাদের মেঘ দিঘায় আসা পর্যটকদের মধ্যে। প্রতি বছরই বড়দিন থেকে বর্ষবরণ পর্যন্ত, অন্যান্য় দিনের থেকে ভিড়টা অনেকটা বেশি দেখা যায় দিঘা মন্দারমনিতে। মূলত, দিঘা-সহ আশপাশের এলাকাগুলিতে এই সময় পিকনিকও করতে দেখা যায় বহু মানুষকে। কিন্তু, এবার সেই পিকনিকে থাকছে বিশেষ কড়াকড়ি। পর্যটন কেন্দ্রগুলিতে পিকনিকে প্লাস্টিক ও থার্মোকলের ব্যবহারের উপর নিষেধাজ্ঞা জারি করে ফেলেছে প্রশাসন। শুধু তাই নয়, যত্রতত্র বসানো যাবে না পিকনিকের আসর। সে জন্যও জারি হয়েছে নির্দেশিকা।
উৎসবের আবহে অতিরিক্ত ভিড় সামাল দিতে জোরকদমে তৎপরতা শুরু করে দিয়েছে পুলিশও। একইসঙ্গে প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হয়েছে, যে জায়গাগুলিকে পিকনিক স্পষ্ট হিসাবে নির্দিষ্ট করে দেওয়া হয়েছে সেই জায়গাগুলিতেই করতে হবে পিকনিক। একইসঙ্গে যানজট যাতে না হয় সে জন্য প্রশাসনের বেঁধে দেওয়া জায়গাতেই করতে হবে গাড়ি পার্কিং।
প্রসঙ্গত, বড়দিন ও ইংরেজি নববর্ষের এই সময়কালে দিঘা সহ মন্দারমণি, তাজপুর, শঙ্করপুর প্রভৃতি পর্যটন কেন্দ্রে পর্যটকদের ঢল নামে। হোটেল-লজগুলিও পর্যটকদের ভিড়ে ঠাসা থাকে। তাই কোনওরকম অপ্রীতিকর ঘটনা এড়াতে তৎপর রয়েছে পুলিশ-প্রশাসন। সাফ জানিয়ে দেওয়া হয়েছে সৈকত লাগোয়া ঝাউবনে যত্রতত্র পিকনিক করা যাবে না। পিকনিক করতে আসা বাস-সহ অন্যান্য ট্যুরিস্ট গাড়িগুলিকে হেলিপ্যাড ময়দানের কাছে পার্কিংজোনে রাখার ব্যবস্থা করা হয়েছে। পিকনিক করার জন্য হেলিপ্যাড ময়দান সংলগ্ন এলাকা, ওসিয়ানা ঘাট সহ আরও কয়েকটি স্পটকে চিহ্নিত করা হয়েছে।