Shahjahan Sheikh: কোথায় শাহজাহান শেখ? ফাঁস করে দিলেন অখিল গিরি

Shahjahan Sheikh: বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, "শাহজাহানের খবর কি তবে আছে অখিলের কাছে? বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, তার মানে ওঁর কাছে কোনও খবর আছে। ইডি-র উচিত ওঁকে ডাকা। ওঁর কাছ থেকে তথ্য নেওয়া। বোঝাই যাচ্ছে তৃণমূল জানে যে চক্রান্ত করে লুকিয়ে রাখা হয়েছে শাহজাহানকে।"

Shahjahan Sheikh: কোথায় শাহজাহান শেখ? ফাঁস করে দিলেন অখিল গিরি
শাহজাহান নিয়ে অখিল গিরির মন্তব্য ঘিরে বিতর্ক। Image Credit source: GFX- TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Jan 25, 2024 | 6:10 PM

পূর্ব মেদিনীপুরে: প্রথম দিন শাহজাহান শেখের তল্লাশি চালাতে গিয়ে আক্রান্ত হয়ে হয়েছিল ইডি অফিসারদের। রক্তাক্ত অবস্থায় ফিরতে হয়েছিল তাঁদের। আর দ্বিতীয়বার তল্লাশি চালাতে গিয়ে কার্যত খালি হাতে ফিরতে হয়েছে সেই ইডি-কে। না খোঁজ মিলেছে শাহজাহানের, না তাঁর বাড়িতে পাওয়া গিয়েছে কোনও গুরুত্বপূর্ণ জিনিস। ইডি আক্রান্ত হওয়ার পরও শাহজাহানকে গ্রেফতার করা যাচ্ছে না কেন? তা নিয়ে আদালতের প্রশ্নের মুখে পড়তে হয়েছে রাজ্য পুলিশকে। তবে এবার সে শাহজাহানের ‘সন্ধান’ দিলেন কারামন্ত্রী অখিল গিরি।মন্ত্রীর দাবি, শাহজাহান আত্মসমর্পণ করবেন কি না, সেটা তাঁর ব্যাপার। ইতিমধ্যেই শাহজাহানকে সশরীরে হাজিরার নোটিস দিয়েছে ইডি।

বৃহস্পতিবার সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে অখিল গিরি বলেন,  “শাহজাহান তাঁর চিকিৎসার জন্য বাইরে গিয়েছেন। পুলিশ বসে নেই। তাঁকে খুঁজছেন। অভিযোগ যখন উঠেছে, তখন তাঁকে খুঁজে বের করা হবেই। পুলিশ বসে নেই।” কিন্তু চিকিৎসার জন্য কোথায় গিয়েছেন শাহজাহান? অখিল বলেন, “নিশ্চিতভাবে পশ্চিমবঙ্গের মধ্যে নেই। বাইরে আছে। রাজ্যে থাকলে পুলিশ ঠিক খুঁজে বের করতে পারত।” তবে আত্মসমর্পণ করবেন কি না, সেটা শাহজাহানের নিজের ব্যাপার বলে মন্তব্য করেছেন অখিল। হাজিরার ব্যাপারে তাঁর বক্তব্য, শাহজাহান চাইলে সময় চেয়ে নিতে পারেন ইডি-র কাছে।

বিরোধীরা ইতিমধ্যেই প্রশ্ন তুলতে শুরু করেছেন, “শাহজাহানের খবর কি তবে আছে অখিলের কাছে? বিজেপি সাংসদ দিলীপ ঘোষ বলেন, তার মানে ওঁর কাছে কোনও খবর আছে। ইডি-র উচিত ওঁকে ডাকা। ওঁর কাছ থেকে তথ্য নেওয়া। বোঝাই যাচ্ছে তৃণমূল জানে যে চক্রান্ত করে লুকিয়ে রাখা হয়েছে শাহজাহানকে।”

অন্যদিকে, বাম নেতা সুজন চক্রবর্তীর দাবি, শাহজাহান জেলে গেলে যাতে পিজি হাসপাতালে থাকতে পারেন, তার ব্যবস্থা করতে চাইছেন অখিল। সুজন বলেন, অখিল গিরির উচিত পুলিশমন্ত্রীকে জানানো। ডিজি-কে জানিয়ে দেওয়া উচিত। তবে ভিনরাজ্যে গেলেও যে ধরে আনা যায়, সে কথা মনে করিয়ে দিয়েছেন সুজন।