Nandigram: প্রাতঃভ্রমণে বেরিয়ে চোখ কপালে এলাকার বাসিন্দাদের, ক্যানেলের জলে ভেসে উঠল মহিলার দেহ
Nandigram: ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। আশপাশের এলাকা থেকেও অনেক মানুষ জড়ো হতে থাকেন। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ।

নন্দীগ্রাম: সবে তখন ভোরের আলো ফুটতে শুরু করেছে। প্রাতঃভ্রমণেও বেরিয়েছেন এলাকার কয়েকজন। কিন্তু, সাতসকালেই যে ভয়ঙ্কর দৃশ্যটা দেখতে পাবেন তা ভাবতে পারেননি কেউই। ঘটনা নন্দীগ্রাম দু নম্বর ব্লকের মঙ্গলচকের। এখানেই হিজলি টাইডেল ক্যানেলের ১১ লকগেটের কাছে ভেসে উঠল এক মহিলার মৃতদেহ। প্রথমে তা এলাকার বাসিন্দাদেরই নজরে পড়ে। তবে মহিলার নাম পরিচয় এখনও জানা যায়নি।
ঘটনার খবর চাউর হতেই শোরগোল পড়ে যায় এলাকায়। আশপাশের এলাকা থেকেও অনেক মানুষ জড়ো হতে থাকেন। স্থানীয় বাসিন্দারাই খবর দেন পুলিশে। ঘটনাস্থলে আসে নন্দীগ্রাম থানার পুলিশ। কিন্তু কী করে ওই মহিলার দেহ ওখানে এল, খুন নাকি এর পিছনে অন্য কোনও কারণ আছে তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে।
পুলিশ যদিও বলছে ময়নাতদন্তের রিপোর্ট এলে মৃত্যুর বিষয়ে ধোঁয়াশা অনেকটাই কাটবে। তবে আপাতত মহিলার নাম পরিচয় জানার উপরেই জোর দেওয়া হচ্ছে। কথা বলা হচ্ছে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। তবে আপাতত কেউই ওই মহিলাকে চিনতে পারেননি বলেই খবর। সাতসকালে এই ঘটনায় স্বভাবতই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।





