Belpahari: বেলপাহাড়িতে নাছোড় বাঘ, সুন্দরবন থেকে গেল ৭ সদস্যের প্রতিনিধি দল

তপন হালদার | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Jan 14, 2025 | 10:51 AM

Belpahari: বাঘ এলাকায় প্রবেশ করায় কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন গ্রামবাসীরা। বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে।

Belpahari: বেলপাহাড়িতে নাছোড় বাঘ, সুন্দরবন থেকে গেল ৭ সদস্যের প্রতিনিধি দল
পুরুলিয়ায় বাঘের আতঙ্ক
Image Credit source: TV9 Bangla

Follow Us

পুরুলিয়া:  কুলতলিতে বাঘ জঙ্গলে ফেরত পাঠানো হয়েছে। এদিকে বেলপাহাড়িতে এখনও আতঙ্ক তাড়া করে ফিরছে। বেলপাহাড়িতে বাঘ  ধরার জন্য এল সুন্দরবন থেকে ৭ সদস্যের প্রতিনিধি দল। বাঘের অবস্থান জানতে লাগানো হয়েছে ট্যাপ ক্যামেরা ,বসানো হবে খাঁচা। রবিবার ঝাড়খণ্ড রাজ্যের জঙ্গল থেকে একটি রয়্যাল বেঙ্গল টাইগার ঝাড়গ্রাম জেলার বিনপুর দুই ব্লকের বেলপাহাড়ি থানার বাঁশপাহাড়ি গ্রাম পঞ্চায়েতের মুনিয়াডি জঙ্গলে প্রবেশ করে। যার ফলে বাঁশপাহাড়ি অঞ্চলের বিভিন্ন গ্রামে বাঘের আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনাস্থলে রয়েছেন বনদফতরের আধিকারিকরা এবং ঝাড়গ্রাম জেলা পুলিশ।

বাঘ এলাকায় প্রবেশ করায় কার্যত গৃহবন্দি অবস্থায় রয়েছেন গ্রামবাসীরা। বন বিভাগের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার জন্য মাইকিং করে প্রচার করা হচ্ছে। যেখানে মকর পরবের দিনআনন্দে মেতে উঠার কথা ওই এলাকার বাসিন্দাদের, সেখানে গ্রামবাসীরা আনন্দের বদলে ঘরের মধ্যে বন্দি রয়েছেন। মঙ্গলবার সুন্দরবন থেকে বাঘ ধরার জন্য সাত সদস্যের প্রতিনিধি গিয়েছেন।

অপরদিকে জঙ্গলে বাঘ আসায় রুজি রোজগার বন্ধ জঙ্গল লাগোয়া গ্রামের মানুষের। কারণ তাঁদের সংসার চলে জঙ্গলের কাঠ, পাতা কুড়িয়ে। বাঘ আসায় জঙ্গলে যাওয়া বারণ। এখন আপাতত গৃহবন্দি হয়ে রয়েছেন তাঁরা।

Next Article