পুুরুলিয়া: বাঘ ধরতে নাজেহাল অবস্থা বনদফতরের। নতুনভাবে রাহামদা গ্রাম সংলগ্ন ভাঁড়ারি পাহাড় জঙ্গলকে ঘেরা হচ্ছে জাল দিয়ে। যে পাহাড়ে গতকাল তিনটি মৃত গরুর দেহাংশ উদ্ধার হয়েছে। কয়েকদিন আগেই ওই পাহাড় সংলগ্ন এলাকায় ঘোরাফেরা করছিল বাঘিনি জিনাত। পরে তাকে উদ্ধার করা হয়। ঝাড়খণ্ডে ফেরতও পাঠিয়ে দেওয়া হয়েছে তাকে। আর এবার নতুন বাঘের আতঙ্ক।
তবে বনদফতরের তরফে দাবি করা হচ্ছে যে গরুগুলি বাঘ নয় অন্য কোনও হিংস্র প্রাণী মেরেছে। তবে মৃত গরু উদ্ধার হওয়ার পরই এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে। বন দফতরও বাঘ ধরতে কোনও ফাঁক রাখতে চাইছে না। তাই জালের বেড়া দেওয়া হচ্ছে পাহাড় সংলগ্ন জঙ্গলে। আর তাতেই নতুন করে অসুবিধার সম্মুখীন হচ্ছেন রাহামদা সহ একাধিক এলাকার বাসিন্দারা। রয়েছে ব্যাপক আতঙ্কও।
ভাঁড়ারী পাহাড়তলির কেন্দাপাড়া গ্রামের বাসিন্দা নির্মল প্রামাণিকের গরুগুলিকে কে মারল, সেই প্রশ্নের উত্তর নেই এখনও। তবে আশপাশে বাঘের পায়ের থাবার ছাপ একেবারে স্পষ্ট। গত সোমবার থেকে কোনও খোঁজ পাওয়া যাচ্ছিল না। বিগত কয়েকদিন ধরে দিকে দিকে খোঁজ করেও গরুগুলির দেখা পাওয়া যায়নি। বৃহস্পতিবার দেখা যায়, গরুগুলি আধ খাওয়া অবস্থায় পড়ে রয়েছে।