Pujoy Pulse 2025: একবার খেলে ১০ বার খেতে ইচ্ছে হবে, গোলমোলের স্বাদে মজে পুরুলিয়াবাসী
Pujoy Pulse 2025: পুজোয় পালসের ট্যাবলো থেকে নতুন স্বাদের গোলমোল ক্যান্ডি খেয়ে দারুণ মজা পেয়েছেন সকলে। একজন বললেন, "বেশ দারুণ খেতে। টক-মিষ্টি অনেক গুলো স্বাদ পেলাম।" পালস গোলমোলের প্রশংসা করে এক যুবতী বললেন, "ইউনিক টেস্ট।"

পুরুলিয়া: ঢাকের বাদ্যি বেজে গিয়েছে। চারিদিকে পুজো পুজো গন্ধ। এই সময়ে উৎসবের আমেজে মেতে সবাই। আর পুজোর আনন্দ আরও বাড়িয়ে দিচ্ছে পালস ক্যান্ডি। প্রতিটি জেলায় জেলায় পৌঁছে যাচ্ছে পুজোয় পালসের ট্যাবলো। পালসের নতুন ক্যান্ডি গোলমোলের স্বাদ যেমন নিচ্ছেন সকলে, তেমনই মেতে উঠছেন মজাদার খেলায়। পুজোয় পালসের ট্যাবলো পৌঁছে গিয়েছিল পুরুলিয়ায়। সেখানে পালস গোলমোল খেয়ে কী বললেন সাধারণ মানুষ?
পুজোয় পালসের ট্যাবলো থেকে নতুন স্বাদের গোলমোল ক্যান্ডি খেয়ে দারুণ মজা পেয়েছেন সকলে। একজন বললেন, “বেশ দারুণ খেতে। টক-মিষ্টি অনেক গুলো স্বাদ পেলাম।” পালস গোলমোলের প্রশংসা করে এক যুবতী বললেন, “ইউনিক টেস্ট।”
আরেক ব্যক্তি বলেন, দারুণ টেস্ট। বাচ্চা-বুড়ো সকলের ভাল লাগবে। একবার খেলে ১০ বার খেতে হবে।
প্রসঙ্গত, এটা পুজোয় পালসের তৃতীয় সংস্করণ। গত দুই পর্বের অভূতপর্ব সাফল্যকে পাথেয় করে এবার পুজোয় পালসের সিজন থ্রি। একেবারে নতুন চেহারা। এবারের থিম গোল কা মোল, গোলের মূল্য। সোমবার হাওড়ার জনবহুল এলাকায় পৌঁছে গেল পালসের ট্যাবলো। ট্যাবলো ঘিরে চোখে পড়ার মতো মানুষের ভিড়। তেঁতুলের স্বাদে ভরা পালস ফিরিয়ে আনল অতীতে টক মিষ্টি স্মৃতি।
