Purulia: টানা বৃষ্টি, মাটির বাড়ি ভেঙে মৃত ৩, আহত আরও ৩
Purulia: যে বাড়িটা ভেঙে পড়েছে, তাতে থাকতেন ৬ জন। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের একাধিক জায়গায়। টানা বৃষ্টিতে মাটি নরম হতে থাকে। সোমবার রাতে অতিরিক্ত বৃষ্টির জেরে মাটির বাড়ি ভেঙে পড়ে। সেই সময়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা।

পুুরুলিয়া: নিম্নচাপের জেরে টানা বৃষ্টিতে বাংলায় বন্যা পরিস্থিতি। বিশেষত পশ্চিমাঞ্চলের অবস্থা আশঙ্কাজনক। এরই মধ্যে বাড়ি ভেঙে চাপা পড়ে মৃত্যু ৩ জনের। আহত হয়েছেন ৩ জন। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে পুরুলিয়ার ১ নম্বর রমাইগড়া গ্রামের শবরটোলায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, যে বাড়িটা ভেঙে পড়েছে, তাতে থাকতেন ৬ জন। গত কয়েকদিন ধরেই টানা বৃষ্টি চলছে পুরুলিয়া-সহ পশ্চিমাঞ্চলের একাধিক জায়গায়। টানা বৃষ্টিতে মাটি নরম হতে থাকে। সোমবার রাতে অতিরিক্ত বৃষ্টির জেরে মাটির বাড়ি ভেঙে পড়ে। সেই সময়ে বাড়িতে ঘুমিয়ে ছিলেন পরিবারের সদস্যরা।
হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ায়, তাঁরা বেরোতে পারেননি। ভিতরেই আটকে মৃত্যু হয় তিন জনের। খবর পেয়ে সকালে টামনা থানার পুলিশ ঘটনাস্থলে যায়। ধ্বংসস্তূপ সরিয়ে দেহ উদ্ধার করে। তিন জনকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের উদ্ধার করে নিয়ে যান চাকলতোড়ে গ্রামীণ হাসপাতালে। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁদের পুরুলিয়া মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মৃতদের নাম পরিচয় এখনও জানা যায়নি।
প্রশ্ন উঠছে, এখনও তাঁরা মাটির বাড়িতেই থাকতেন? এ প্রসঙ্গে জেলা সভাধিপতি নিবেদিত মাহাতো জানান, তাঁরা আবাস যোজনার বাড়ি পেয়েছিলেন। কিন্তু তাঁরা সেখানে থাকতেন না, তাঁরা একটা জঙ্গল ঘেরা নির্জন জায়গায় থাকতেন। সেটা মাটির বাড়ি ছিল। আবাস যোজনার টাকা দিয়ে মাটির বাড়ি তৈরি হয়েছিল কিনা, সেটাই দেখার।

