Train Cancelled: আন্দোলনের জেরে থমকে রেল, বাংলায় কোন কোন ট্রেনে পড়ল প্রভাব?
Train Service Disrupted: কুড়মি আন্দোলনে ব্যাপক প্রভাব পড়েছে রেল পরিষেবায়। ফলে অসুবিধায় পড়েছে একটা বড় অংশের মানুষ। কোন কোনও ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে, তা জানানো হল রেলের তরফে। তালিকায় রয়েছে একাধিক এক্সপ্রেস ট্রেনও।
কলকাতা: ফের আন্দোলনে কুড়মিরা। শনিবার সকাল থেকেই পুরুলিয়ায় শুরু হয়েছে অবরোধ। বহু মানুষ রেল লাইনের ওপর বসে বিক্ষোভ দেখাচ্ছেন। পুরুলিয়ার কাঁটাডি স্টেশনে আদিবাসী সেঙ্গেল অভিযানের সদস্যরা বিক্ষোভ দেখাচ্ছেন। তার জেরেই একাধিক স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। লোকাল ট্রেনের পাশাপাশি দূরপাল্লার ট্রেনের ক্ষেত্রেও পরিষেবা ব্যাহত হয়েছে। একাধিক ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কয়েকটি ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে। সকাল থেকে প্রায় ১০ ঘণ্টা লাইনে দাঁড়িয়েছিল বন্দে ভারত এক্সপ্রেস।
কুড়মি আন্দোলনে ব্যাপক প্রভাব পড়েছে রেল পরিষেবায়। ফলে অসুবিধায় পড়েছে একটা বড় অংশের মানুষ। কোন কোনও ট্রেন ঘুরপথে চালানো হচ্ছে, তা জানানো হল রেলের তরফে। দেখে নিন সেই তালিকা:
১. পুরুলিয়া স্টেশনে দীর্ঘক্ষণ প্রায় ১০ ঘণ্টা দাঁড়িয়েছিল রাঁচি-হাওড়া বন্দে ভারত এক্সপ্রেস। সেই ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
২. হাতিয়া-টাটানদর এক্সপ্রেস অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
৩. ভুবনেশ্বর যাওয়ার সম্পর্ক ক্রান্তি এক্সপ্রেস আদ্রা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
৪. ধানবাদ-টাটানগর এক্সপ্রেসও আদ্রা দিয়ে ঘুরিয়ে দেওয়া হয়েছে।
৫. হাওড়া-চক্রধরপুর ট্রেনরে রুটও বদল করা হয়েছে।
৬. বাতিল হয়ে গিয়েছে টাটানগর-আসানসোল মেমু ট্রেন
৭. চক্রধরপুর-গোমো এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে।
৮. বিলাসপুর-পাটনা এক্সপ্রেস ট্রেন ঘুরিয়ে দেওয়া হয়েছে।
৯. ঝড়সুগুদা থেকে পুরুলিয়া যাওয়ার ট্রেন ঘুরপথে চলছে।
১০. ঘুরপথে চলছে টাটানগর-আরা এক্সপ্রেস ট্রেন।