Purulia Municipality: ‘তৃণমূলের মা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়, আমরাও ধাইমা’… ক্ষোভ প্রশমিত হতেই সুর নরম ‘বিদ্রোহী’র

TV9 Bangla Digital | Edited By: সায়নী জোয়ারদার

Feb 11, 2022 | 10:16 PM

Purulia: আমি দলের বিরোধিতা কেন করব, এদিন বলেন নির্দলের হয়ে মনোনয়নপত্র দাখিল করা তৃণমূল নেতা বিমান সরকার।

Follow Us

পুরুলিয়া: ২৪ ঘণ্টার মধ্যেই ভোল বদল করলেন পুরুলিয়া জেলা তৃণমূলের (Trinamool Congress) ‘বিদ্রোহী’ সাধারণ সম্পাদক বিমান সরকার। টিকিট বদলের ক্ষেত্রে ‘কোটি টাকার লেনদেনে’র যে অভিযোগ তিনি দু’দিন আগেই তুলেছিলেন, শুক্রবার সেই অভিযোগ থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। বললেন, আগের দিন অভিমান থেকে এমন কথা বলে ফেলেছেন। তিনি সবসময়ই দলের সঙ্গে, দলের পক্ষে রয়েছেন। একইসঙ্গে জানান, পুরুলিয়া পুরসভায় (Purulia Municipality) নির্দল প্রার্থী হিসাবে তিনি যে মনোনয়ন জমা দিয়েছেন, শনিবার মনোনয়ন প্রত্যাহারও করে নেবেন তিনি। শুক্রবার পুরুলিয়া শহরের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন বিমান সরকার। সেখানেই তিনি বলেন, “তৃণমূলের মা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তেমনই ধাইমা।” তাঁর পাশে বসেছিলেন পুরুলিয়ার সভাধিপতি তথা জেলা তৃণমূলের সহ সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য এদিনও দাবি করেন, পুরুলিয়া পুরসভার টিকিট বণ্টন সঠিকভাবে হয়নি।

এদিন বিমান সরকার বলেন, “বাজারে একটা কথা নিয়ে হাওয়া চলছে। উত্তেজনাবশত আমি একটা কথা বলে ফেলেছি। আমার কাছে সঠিক তথ্য ছিল না। আমি সেই কথা ফিরিয়ে নিচ্ছি।” ১২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাও তিনি প্রত্যাহার করে নেবেন বলে জানান। বিমান সরকারের কথায়, “শনিবারই আমি মনোনয়ন প্রত্যাহার করে নেব। আমি দলের বিরোধিতা কেন করব। জন্মলগ্ন থেকে দলের সঙ্গে আমি। এই দলটার মা যদি হয় মমতা ব্যানার্জি, ধাইমা আমরা। এই দলটা আমরা তৈরি করেছি। প্রথম দিন থেকে দলের সৈনিক আমি। সিপিএমকে ভয় পাইনি আমরা।”

অন্যদিকে পুরুলিয়ার সভাধিপতি তথা জেলা তৃণমূলের সহ সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “ও এই কথা বলার পর থেকে রাতে ঘুমোতে পারছিল না। আমাকে বলছে কী বলে ফেললাম! আমি বললাম, আমি দেখছি সেটা। আসলে ওর বলার একমাত্র কারণ হতে পারে, গত বিধানসভা ভোটে দলের হয়ে ভাল কাজ করেনি বা বিরোধিতা করেছে তারা টিকিট পেল অথচ বিমান এত কাজ করে টিকিট পেল না? এটা ওর খারাপ লাগার জায়গা। তবে এটাও ঠিক, যারা সত্যিকারের তৃণমূল করে তাদের যত ক্ষোভই থাকুক, তারা তৃণমূলটাই করবে।”

তবে সুজয় বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য, প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে যথার্থ মূল্যায়ন হয়নি। তাঁর কথায়, “মূল্যায়ন হয়নি বলেই তো মান অভিমান হচ্ছে। কেন এটা হল তা আমাদের পক্ষে বলা সম্ভব না। তবে যাই হোক না কেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত পুরসভাই দখল করবে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

পুরুলিয়া: ২৪ ঘণ্টার মধ্যেই ভোল বদল করলেন পুরুলিয়া জেলা তৃণমূলের (Trinamool Congress) ‘বিদ্রোহী’ সাধারণ সম্পাদক বিমান সরকার। টিকিট বদলের ক্ষেত্রে ‘কোটি টাকার লেনদেনে’র যে অভিযোগ তিনি দু’দিন আগেই তুলেছিলেন, শুক্রবার সেই অভিযোগ থেকে ১৮০ ডিগ্রি ঘুরে গেলেন। বললেন, আগের দিন অভিমান থেকে এমন কথা বলে ফেলেছেন। তিনি সবসময়ই দলের সঙ্গে, দলের পক্ষে রয়েছেন। একইসঙ্গে জানান, পুরুলিয়া পুরসভায় (Purulia Municipality) নির্দল প্রার্থী হিসাবে তিনি যে মনোনয়ন জমা দিয়েছেন, শনিবার মনোনয়ন প্রত্যাহারও করে নেবেন তিনি। শুক্রবার পুরুলিয়া শহরের একটি হোটেলে সাংবাদিক সম্মেলন করেন বিমান সরকার। সেখানেই তিনি বলেন, “তৃণমূলের মা যেমন মমতা বন্দ্যোপাধ্যায়। আমরা তেমনই ধাইমা।” তাঁর পাশে বসেছিলেন পুরুলিয়ার সভাধিপতি তথা জেলা তৃণমূলের সহ সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায়। তিনি অবশ্য এদিনও দাবি করেন, পুরুলিয়া পুরসভার টিকিট বণ্টন সঠিকভাবে হয়নি।

এদিন বিমান সরকার বলেন, “বাজারে একটা কথা নিয়ে হাওয়া চলছে। উত্তেজনাবশত আমি একটা কথা বলে ফেলেছি। আমার কাছে সঠিক তথ্য ছিল না। আমি সেই কথা ফিরিয়ে নিচ্ছি।” ১২ নম্বর ওয়ার্ডে নির্দল প্রার্থী হিসাবে যে মনোনয়ন পত্র জমা দিয়েছেন তাও তিনি প্রত্যাহার করে নেবেন বলে জানান। বিমান সরকারের কথায়, “শনিবারই আমি মনোনয়ন প্রত্যাহার করে নেব। আমি দলের বিরোধিতা কেন করব। জন্মলগ্ন থেকে দলের সঙ্গে আমি। এই দলটার মা যদি হয় মমতা ব্যানার্জি, ধাইমা আমরা। এই দলটা আমরা তৈরি করেছি। প্রথম দিন থেকে দলের সৈনিক আমি। সিপিএমকে ভয় পাইনি আমরা।”

অন্যদিকে পুরুলিয়ার সভাধিপতি তথা জেলা তৃণমূলের সহ সভাপতি সুজয় বন্দ্যোপাধ্যায় বলেন, “ও এই কথা বলার পর থেকে রাতে ঘুমোতে পারছিল না। আমাকে বলছে কী বলে ফেললাম! আমি বললাম, আমি দেখছি সেটা। আসলে ওর বলার একমাত্র কারণ হতে পারে, গত বিধানসভা ভোটে দলের হয়ে ভাল কাজ করেনি বা বিরোধিতা করেছে তারা টিকিট পেল অথচ বিমান এত কাজ করে টিকিট পেল না? এটা ওর খারাপ লাগার জায়গা। তবে এটাও ঠিক, যারা সত্যিকারের তৃণমূল করে তাদের যত ক্ষোভই থাকুক, তারা তৃণমূলটাই করবে।”

তবে সুজয় বন্দ্যোপাধ্যায়েরও বক্তব্য, প্রার্থী তালিকা তৈরির ক্ষেত্রে যথার্থ মূল্যায়ন হয়নি। তাঁর কথায়, “মূল্যায়ন হয়নি বলেই তো মান অভিমান হচ্ছে। কেন এটা হল তা আমাদের পক্ষে বলা সম্ভব না। তবে যাই হোক না কেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে তৃণমূল কংগ্রেস আমাদের সমস্ত পুরসভাই দখল করবে।”

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

বাংলা টেলিভিশনে প্রথমবার, দেখুন TV9 বাঙালিয়ানা 

Next Article