Purulia: গ্যাসের গাড়িতেই চুপিচুপি চলছিল কাজ! শেষ পর্যন্ত সব প্ল্যান ভেস্তে দিল গ্রামেরই মহিলারা
Purulia Protest: এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এদিন শুধু মদের গাড়ি আটকে বিক্ষোভই নয়, এলাকায় মদের ভাটির বাইরেও মদ বিক্রির বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা।

পুরুলিয়া: গ্যাসের গাড়িতে করে দেশি মদ পাচারের চেষ্টা। গ্রামের মহিলাদের তৎপরতায় ভেস্তে গেল সব প্ল্য়ান। রাস্তাতেই আটকে গেস গাড়ি। নষ্ট করে দেওয়া হল কয়েকশো বোতল দেশি মদের বোতল। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য পুরুলিয়ার জয়পুরর থানার শ্রীরামপুর গ্রামে। অভিযোগ, বেশ কিছুদিন ধরেই গ্রামে গ্রামে গ্যাস দেওয়ার আড়ালে এভাবেই চলছিল দেশি মদের পাচার। আঁচও করছিলেন গ্রামের বাসিন্দারা। কিন্তু হাতেনাতে ধরা যাচ্ছিল না কিছুতেই। শেষ পর্যন্ত মাঠে নামেন গ্রামের মহিলারা।
এদিন সকালে ওই গ্যাসের গাড়ি আসতেই রাস্তা আটকার গ্রামের মহিলারা। শুরু হয় তুমুল বিক্ষোভ। তপ্ত হয়ে ওঠে এলাকা। চেপে ধরতেই বেরিয়ে আসে প্রচুর দেশি মদের বোতল। শেষে সব বোতল রাস্তায় নামিয়ে নষ্ট করে দেন গ্রামের মহিলারা।
গ্রামবাসীদের দাবি, বেশ কিছু মাস ধরেই গ্রামে মদের বিক্রির মাত্রা অনেকটাই বেড়ে গিয়েছে। নেশায় ডুবে যাচ্ছে একের পর এক গ্রামের যুব সমাজ। সে কারণেই ক্ষোভের সঞ্চার হচ্ছিল এলাকার বাসিন্দাদের মধ্যে। এলাকার বাসিন্দাদের অভিযোগ, স্থানীয় থানায় একাধিকবার অভিযোগ জানিয়েও কোনও লাভ হয়নি। এদিন শুধু মদের গাড়ি আটকে বিক্ষোভই নয়, এলাকায় মদের ভাটির বাইরেও মদ বিক্রির বিরুদ্ধে তুমুল বিক্ষোভ দেখান এলাকার বাসিন্দারা। অবিলম্বে মদ বিক্রি বন্ধ না হলে আরও বড়সড় আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন গ্রামের বাসিন্দারা। উত্তেজনার খবর পেয়ে গ্রামে চলে আসে জয়পুর থানার পুলিশ। কারা এভাবে বেআইনি পথে মদের পাচার করছিল সে বিষয়ে শুরু হয়েছে তদন্ত। কথা বলা হচ্ছে এলাকার বাসিন্দাদের সঙ্গে।
