Santragachi Bridge: যান যন্ত্রণা থেকে মুক্তি, আগামিকাল ভোরেই খুলছে সাঁতরাগাছি ব্রিজ

TV9 Bangla Digital | Edited By: Sukla Bhattacharjee

Dec 22, 2022 | 11:00 PM

শুক্রবার ভোর ৫টা নাগাদ খুলে দেওয়া হবে এই সেতু। ফলে শুক্রবার সকাল থেকেই একেবারে আগের মতো সাঁতরাগাছি সেতু দিয়ে সবরকম গাড়ি চলাচল করতে পারবে।

Santragachi Bridge: যান যন্ত্রণা থেকে মুক্তি, আগামিকাল ভোরেই খুলছে সাঁতরাগাছি ব্রিজ
সাঁতরাগাছি ব্রিজ। ফাইল ছবি।

Follow Us

হাওড়া: দুর্ভোগের অবসান! বড়দিনের আগেই সাঁতরাগাছি সেতু খুলে দেওয়া হবে বলে জানিয়েছিল পূর্ত দফতর। অবশেষে সেই প্রতিশ্রুতি বাস্তবায়িত হতে চলেছে। ২৩ ডিসেম্বর, শুক্রবার ভোরেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু। ফলে সেদিন থেকেই যান চলাচল স্বাভাবিক হতে চলেছে সাঁতরাগাছি ব্রিজে।

পূর্ত দফতর সূত্রে জানা গিয়েছে, ২২ ডিসেম্বর, বৃহস্পতিবার রাতেই ৩৩ দিন ধরে চলতে থাকা সাঁতরাগাছি ব্রিজের ২১ টি এক্সপ্যানশন জয়েন্ট গার্ডার বদলানোর কাজ শেষ হতে চলেছে। ফলে ২৩ ডিসেম্বর, শুক্রবার ভোরেই খুলে দেওয়া হবে সাঁতরাগাছি সেতু। শুক্রবার ভোর ৫টা নাগাদ খুলে দেওয়া হবে এই সেতু। ফলে শুক্রবার সকাল থেকেই একেবারে আগের মতো সাঁতরাগাছি সেতু দিয়ে সবরকম গাড়ি চলাচল করতে পারবে। কমতে চলেছে নিত্যযাত্রীদের দুর্ভোগ।

প্রসঙ্গত, গত ১৯ নভেম্বর থেকে সাঁতরাগাছি সেতু মেরামতের কাজ শুরু হয়েছিল। মূলত ব্রিজের ক্ষতিগ্রস্ত হয়ে পড়া ২১ টি এক্সপ্যানশন জয়েন্ট গার্ডার বদল করা হয়। এই কাজের জন্য ব্রিজের একাংশ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়। দিনেরবেলা ব্রিজের একদিক খোলা থাকত। কেবল যাত্রীবাহী বাস ও ছোট গাড়ি চলাচল করার অনুমতি ছিল। ফলে ব্যাপক যানজট হত ব্রিজে। বড় গাড়ি, ট্রেকার চলাচল সম্পূর্ণ বন্ধ ছিল। আর রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সাঁতরাগাছি ব্রিজটি সম্পূর্ণ বন্ধ থাকত। ফলে রাতের দিতে এই ব্রিজ দিয়ে সমস্তরকম যান চলাচল বন্ধ ছিল। বড় গাড়ি ও পণ্যবাহি গাড়িগুলিকে বিকল্প রাস্তা দিয়ে ঘুরপথে গন্তব্যে পৌঁছাতে হচ্ছিল। ফলে চরম হয়রানির শিকার হতেন নিত্যযাত্রীরা। ৩৩ দিন পর অবশেষে ব্রিজ মেরামতির কাজ সম্পন্ন হওয়ায় হাঁফ ছেড়ে বাঁচবেন নিত্যযাত্রীরা।

Next Article