নাড্ডার সভাস্থলের অদূরেই এবার তৃণমূলের ওপর পাল্টা ‘হামলা’ বিজেপির

Dec 10, 2020 | 4:19 PM

সরিযাতে একটি রাস্তার ধারে কয়েকজন তৃণমূল কর্মী জমায়েত করেছিলেন। অভিযোগ, তাঁদের ওপর হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। বাঁশ, লাঠি নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ।

নাড্ডার সভাস্থলের অদূরেই এবার তৃণমূলের ওপর পাল্টা হামলা বিজেপির
নাড্ডার সভাস্থলের অদূরেই এবার তৃণমূলের ওপর পাল্টা 'হামলা' বিজেপির

Follow Us

ডায়মন্ডহারবার: এবার ডায়মন্ডহারবারের (Diamond Harbour) জেপি নাড্ডার সভাস্থলের অদূরেই সরিষাতে তৃণমূল কর্মীদের ওপর পাল্টা হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। আহত হয়েছেন ১০ তৃণমূল কর্মী। তাঁদের মধ্যে তিন জনের চোট গুরুতর বলে জানা গিয়েছে। তবে হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব।

বৃহস্পতিবার ডায়মন্ডহারবারে শিরাকোলে সভা শেষ করে সরিষা রামকৃষ্ণ মিশনে মধ্যাহ্নভোজ করতে যান বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা। সূত্রের খবর, সরিযাতে একটি রাস্তার ধারে কয়েকজন তৃণমূল কর্মী জমায়েত করেছিলেন। অভিযোগ, তাঁদের ওপর হামলা চালান বিজেপি কর্মী সমর্থকরা। বাঁশ, লাঠি নিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। এরপর স্থানীয়রাই আহত তৃণমূল কর্মীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। যে স্থানে নাড্ডার সভা ছিল. তার থেকে পাঁচ কিলোমিটার দূরেই এই ঘটনা ঘটে।

যদিও হামলার অভিযোগ অস্বীকার করেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। এটা তৃণমূলের নিজস্ব ঝামেলা বলে উল্লেখ করেছেন তিনি। উল্লেখ্য, এদিন সভায় যোগ দিতে যাওয়ার আগেই শিরাকোলে জেপি নাড্ডার কনভয়ের ওপর হামলা হয়। ভাঙচুর করা হয় গাড়ি। আহত হন দিলীপ ঘোষ, কৈলাস বিজয়বর্গীয়। সরিষার কাছে ব্লক তৃণমূল সভাপতি অরুময় গায়েন ও সামিম আহমেদের নেতৃত্বে চলে পথ অবরোধ।

আরও পড়ুন: ‘নাড্ডার কিছু হয়নি’, টুইট করে হামলার কথা স্বীকার রাজ্য পুলিসের

ঘটনায় ইতিমধ্যেই ঘুরপথে হামলার কথা স্বীকার করে টুইট করেছে রাজ্য পুলিস। পুলিসের দাবি, “জেপি নাড্ডা সুরক্ষিত রয়েছেন।” নাড্ডার নিরাপত্তার গাফিলতির অভিযোগ তুলে ইতিমধ্যেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে চিঠি দিয়েছেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। সূত্রের খবর, রাজ্যের কাছে ইতিমধ্যে তা নিয়ে রিপোর্টও তলব করেছেন শাহ।

Next Article