Basanti: প্রবল বৃষ্টির মধ্যে বাসন্তীতে রক্তারক্তি কাণ্ড, পথ দুর্ঘটনায় জখম ১১ শিক্ষক, আশঙ্কাজনক ৩

Basanti: বাসন্তী থানার কালি বটতলা এলাকা দিয়ে যখন তাঁদের গাড়িটি যাচ্ছিল তখনই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। পাল্টি খাওয়ার উপক্রম হয় গাড়িটি। রাস্তার বা দিক থেকে অদ্ভুতভাবে ডানদিকে চলে আসে। জখম হন গাড়িতে থাকা সকলেই।

Basanti: প্রবল বৃষ্টির মধ্যে বাসন্তীতে রক্তারক্তি কাণ্ড, পথ দুর্ঘটনায় জখম ১১ শিক্ষক, আশঙ্কাজনক ৩
শোরগোল এলাকায় Image Credit source: TV-9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Aug 01, 2024 | 5:39 PM

বাসন্তী: হাওয়া অফিসের পূর্বাভাস সত্যি করে প্রবল বৃষ্টি চলছে গোটা রাজ্যেই। মুষলধারা জেলায় জেলায়। এদিকে বৃষ্টির মধ্যেই ম্যাজিক ভ্যানে চড়ে দুর্ঘটনার কবলে পড়লেন একযোগে ১১ জন শিক্ষক-শিক্ষিকা। প্রত্যেকেই আহত হয়েছেন বলে জানা যাচ্ছে। তিনজনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয় সূত্রে খবর, বৃহস্পতিবার ঝড়খালি হেড়োভাঙ্গা বিদ্যাসাগর বিদ্যামন্দির থেকে ম্যাজিক ভ্যানে করে ক্যানিংয়ে ফিরছিলেন সকলে। কিন্তু কে জানত পথেই তাঁদের জন্য ওত পেতে বসে আছে বড় বিপদ। 

বাসন্তী থানার কালি বটতলা এলাকা দিয়ে যখন তাঁদের গাড়িটি যাচ্ছিল তখনই সেটি দুর্ঘটনার কবলে পড়ে। পাল্টি খাওয়ার উপক্রম হয় গাড়িটি। রাস্তার বা দিক থেকে অদ্ভুতভাবে ডানদিকে চলে আসে। জখম হন গাড়িতে থাকা সকলেই। তাঁদের তিৎকারেই ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। তাঁরাই উদ্ধারকাজে হাত লাগান। তাঁরাই আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেখান থেকে বাকিদের প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও ৩ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে। 

এদিকে দুর্ঘটনার খবর পেয়ে হাসপাতালে আসে ক্যানিং থানার পুলিশ। কীভাবে গোটা ঘটনা ঘটল সে বিষয়ে খোঁজ-খবরও নেন পুলিশ কর্মীরা। এদিকে ঘটনাকে কেন্দ্র করে শোরগোল পড়ে গিয়েছে এলাকায়। আহত শিক্ষক অমিত মণ্ডল বলছেন, “কী করে যে কী হয়ে গেল বুঝতেই পারছি না। ঠিকভাবেই চলছিল। আচমকা ওই ঘটনা।” আর এক আহত শিক্ষক কিশোর দাস বলছেন, “আমরা গাড়িতে আমরা সবাই শিক্ষকেরা ছিলাম। রাস্তাতে যে এ ঘটনা ঘটে যাবে ভাবতে পারিনি। সবারই লেগেছে।”