Bhola Fish: এ যেন লটারি! মৎস্যজীবীর জালে ইয়া বড় তেলিয়া ভোলা, দাম কত উঠল জানেন?

South 24 Pargana: এই মাছের পটকা থেকে ক্যাপসুলের খোল তৈরি হয়। যার ফলে মহা মূল্যবান এই মাছ।

| Edited By: | Updated on: Nov 13, 2022 | 11:15 AM
নিত্যদিনের মতো মাছ ধরতে গিয়েছিলেন নৌকা নিয়ে। তবে এইভাবে সকাল-সকাল ভাগ্য খুলে যাবে কে ভবেছিল!

নিত্যদিনের মতো মাছ ধরতে গিয়েছিলেন নৌকা নিয়ে। তবে এইভাবে সকাল-সকাল ভাগ্য খুলে যাবে কে ভবেছিল!

1 / 6
একটি মাত্র ভোলা মাছ! আর তাতেই ভাগ্য খুলল সুন্দরবনের সাগর ব্লকের দেবী মথুরাপুরের অভাবী চার মৎস্যজীবীর।

একটি মাত্র ভোলা মাছ! আর তাতেই ভাগ্য খুলল সুন্দরবনের সাগর ব্লকের দেবী মথুরাপুরের অভাবী চার মৎস্যজীবীর।

2 / 6
প্রতিদিনের মতো শনিবারও ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলের চার মৎস্যজীবী। সাগরের বটতলা নদীতে জাল পাতে তাঁরা। বিকেলে জালে ওঠে প্রায় ২৫ কিলো ওজনের ওই তেলিয়া ভোলা প্রজাতির মাছটি৷

প্রতিদিনের মতো শনিবারও ডিঙি নৌকা নিয়ে মাছ ধরতে বেরিয়েছিলের চার মৎস্যজীবী। সাগরের বটতলা নদীতে জাল পাতে তাঁরা। বিকেলে জালে ওঠে প্রায় ২৫ কিলো ওজনের ওই তেলিয়া ভোলা প্রজাতির মাছটি৷

3 / 6
মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় স্থানীয় নিশ্চিতপুর মাছ আড়তে। মাছটি দেখতে রীতিমত ভিড় জমে যায়।

মাছটি বিক্রির জন্য নিয়ে আসা হয় স্থানীয় নিশ্চিতপুর মাছ আড়তে। মাছটি দেখতে রীতিমত ভিড় জমে যায়।

4 / 6
নিলামে প্রায় হাজার টাকা কেজি দরে পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।

নিলামে প্রায় হাজার টাকা কেজি দরে পঁচিশ হাজার টাকায় বিক্রি হয় মাছটি।

5 / 6
উল্লেখ্য, সুন্দরবন ও দিঘাতে মেলে এই প্রজাতির ভোলা। এই মাছের পটকা থেকে ক্যাপসুলের খোল তৈরি হয়। তাই মহা মূল্যবান এই মাছ। তাই এই মাছ জালে পড়লে মৎস্যজীবীরা লটারি জেতার মতো আনন্দ পান

উল্লেখ্য, সুন্দরবন ও দিঘাতে মেলে এই প্রজাতির ভোলা। এই মাছের পটকা থেকে ক্যাপসুলের খোল তৈরি হয়। তাই মহা মূল্যবান এই মাছ। তাই এই মাছ জালে পড়লে মৎস্যজীবীরা লটারি জেতার মতো আনন্দ পান

6 / 6
Follow Us: