কাকদ্বীপ: দিন যত যাচ্ছে ততই ভারত-বাংলাদেশ দ্বিপাক্ষিক সম্পর্ক নিয়ে বাড়ছে উদ্বেগ। উত্তাল ওপার বাংলা। পথে সেদেশের সংখ্যালঘুরা। এরইমধ্যে চিন্তা বাড়ছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ, নামখানার মৎসজীবীদের পরিবারে। এই সমস্ত এলাকার ৭৯ জন মৎস্যজীবী বর্তমানে বাংলাদেশের জেলে বন্দি। তাঁদের ভবিষ্যতের চিন্তাতেই বর্তমানে ঘুম উড়েছে পরিবারের সদস্যদের। কীভাবে তাঁদের ফের দেশে ফেরানো হবে তা ভেবে কূল-কিনারা পাচ্ছেন না কেউই।
উদ্বেগের আবহে ইতিমধ্যেই মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। সূত্রের খবর, গত অক্টোবর মাসের শুরুতে বঙ্গোপসাগরে ইলিশ ধরতে গিয়েছিল ওই মৎসজীবীদের দল। কিন্তু, বাংলাদেশের উপকূল রক্ষীর দাবি, তাঁরা মাছ ধরতে ধরতে বাংলাদেশের জলসীমায় ঢুকে পড়েছিলেন। সে কারণেই মৎসজীবীদের পাশাপাশি তাঁদের সঙ্গে থাকা ৫টি ট্রলারকেও আটক করে বাংলাদেশের উপকূল রক্ষীবাহিনী এবং নৌবাহিনী। তারপরেই গ্রেফতার।
এই ঘটনার পর থেকেই তাঁরা বাংলাদেশের জেলে বন্দি রয়েছেন। ছাড়া হয়নি এখনও। এদিকে চিন্ময়কৃষ্ণ দাসের গ্রেফতারির পর থেকে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে বাংলাদেশে। প্রতিবাদে ঢেউ এসে পৌঁছেছে এপার বাংলাতেও। পথে নেমেছে একাধিক হিন্দু সংগঠন। পথে নেমেছে বিজেপিও। এখন মৎসজীবীদের শেষ পর্যন্ত কবে ঘরে ফেরানো যায় সেটাই দেখার।