দক্ষিণ ২৪ পরগনা: নতুন বাড়ির ছাদ ঢালাই উপলক্ষে গোটা গ্রামকে নিমন্ত্রণ পড়েছিল। হয়েছিল পুজোর ভোগ বিতরণ। সেই খাবার খেয়ে গ্রামের প্রায় সস্ত মানুষ ভর্তি হলেন হাসপাতালে। গুরুতর অসুস্থ কয়েকজন শিশু ও মহিলা। অবস্থা এমনই যে হাসপাতালে ছুটে এলেন বিধায়কও।
দক্ষিণ ২৪ পরগনার জীবনতলা থানার কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের কান্ডারিপাড়া। এই গ্রামের একটি বাড়িতে প্রসাদ খেয়ে অসুস্থ হলেন ৮০ জন গ্রামবাসী। গুরুতর অসুস্থ অবস্থায় তাঁদের ভর্তি করা হল মঠেরদীঘি গ্রামীণ হাসপাতালে। তাঁদের দেখতে ছুটে এলেন এলাকার বিধায়কও।
ঠিক কী ঘটেছে?
জানা গিয়েছে, শুক্রবার কালিকাতলা গ্রাম পঞ্চায়েতের কান্ডারিপাড়ার বাসিন্দা জনৈক আনন্দ ভুইঞার বাড়ির ছাদ ঢালাই ও পুজা উপলক্ষে গোটা গ্রামের নিমন্ত্রণ ছিল। সেখানে পাত পেড়ে খাবার খান সবাই। সন্ধ্যাতে ছিল ই ভুরিভোজের আয়োজন। খাওয়া দাওয়া সেরে বাড়ি ফিরতেই শুরু হয় গোলমাল। তার পর এদিন সকাল থেকে অসুস্থ হতে থাকেন একের পর এক গ্রামবাসী।সন্ধ্যার পর থেকে এখনো পর্যন্ত ৮০ জন হাসপাতালে ভর্তি হয়েছেন বলে খবর।
আরও কয়েকজন পেট ব্যাথা, কাঁপুনি দিয়ে জ্বর, বমির মতো শারীরিক সমস্যা নিয়ে ভর্তি হচ্ছেন হাসপাতালে। এদিকে খবর পেয়ে হাসপাতালে ছুটে যান বিধায়ক সওকাত মোল্লা। তিনি জানান, প্রসাদ খেয়ে প্রচুর মানুষ অসুস্থ হয়ে পড়েছেন। শিশু, মহিলা, পুরুষ সবাই আক্রান্ত হয়েছেন।
তিনি বলেন, “ফুড পয়জনিং হয়ে প্রথমে ৫৪ জন অসুস্থ হয়ে পড়েন। এঁরা সবাই প্রসাদ আর খাবার খেয়েছিলেন। তার পর গোটা গ্রাম অসুস্থ হয়ে পড়েছেন বলেে জানতে পেরেছি। তাই দেখতে এলাম।” বিধায়ক জানান, “জানতে পারলাম ওখানে একটা ছাদ ঢালাইয়ের কাজ হচ্ছিল। সেই উপলক্ষে পুজো এবং খাওয়া-দাওয়ার আয়োজন হয়েছিল। কালিকাতলা অঞ্চলের ঘটনা। তবে আমি ধন্যবাদ জানাচ্ছি ডাক্তারবাবুদের ওনারা ভালভাবে দেখছেন। আপাতত সবাই স্থিতিশীল। যদি কোনও অসুবিধা হয়, কলকাতায় রেফার করবেন চিকিৎসকেরা।”
আরও পড়ুন: Electrocution: জমিতেই ছিল ১১ হাজার ভোল্টের ‘মৃত্যুফাঁদ’, অজান্তে পা দিতেই মৃত্যু চাষির!
এদিকে বেশ কয়েকজন ছোট্ট ছেলেমেয়েও এই প্রসাদ খাওয়ার পর অসুস্থ হয়ে পড়েছে। তাদের অনেকের শারীরিক অবস্থা নিয়ে চিন্তা রয়েছে বলে জানান বিধায়ক। ওই হাসপাতালের চিকিৎসক দেবাশিস রায় জানাচ্ছেন, সবারই কাঁপুনি দিয়ে জ্বর আর বমি হচ্ছে। একইরকমই সবার সমস্যা। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওই ভোগের প্রসাদ ও খাবারে কোনও বিষক্রিয়া থেকেই এমনটা হয়েছে। তবে আপাতত সবার শারীরিক পরিস্থিতি স্থিতিশীল বলেই জানাচ্ছেন তিনি।
আরও পড়ুন: Durga Puja 2021: পুজোতে ‘না’, প্রতিবাদে মারধর, তৃণমূল নেতার ‘দাদাগিরিতে’ তটস্থ এলাকাবাসী!
আরও পড়ুন: Durga Pujo 2021: ‘বাড়ির যা অবস্থা বাবাকে তো বলা যায় না’, পুজোর জামা কিনতে তাই কচুশাক বেচতে বসল খুদে