ভাঙড়: ২৪ ঘণ্টাও হয়নি গণনাপর্ব মিটেছে। আর এরই মধ্যে ভাঙড় থেকে ফের উদ্ধার তাজা বোমা। বুধবার বিকেলে ভাঙড়ের হাতিশালার অন্তর্গত মিদ্দেপাড়ায় মিলেছে প্রায় এক ডজন বোমা। এলাকার স্থানীয় আইএসএফ নেতা হিসেবে পরিচিত লালচাঁদ মোল্লার বাড়ির পাশে কাঠ-পাতা জড়ো করে রাখার একটি ছাউনি দেওয়া জায়গা রয়েছে। সেখান থেকেই উদ্ধার হয়েছে বোমাগুলি। কাঠ-পাতার গাদার মধ্যে একটি বালতির মধ্যে লুকিয়ে রাখা ছিল বোমাগুলি। খবর পেয়ে ইতিমধ্যেই ঘটনাস্থলে পৌছেছে পোলেরহাট থানার পুলিশ।
নির্বাচন পরবর্তী সময়ে এই বোমা উদ্ধার ঘিরে এলাকাবাসীদের মনে আতঙ্কের বাতাবরণ তৈরি হয়েছে। স্থানীয় বাসিন্দারাই আজ প্রথমে ওই বোমাগুলি দেখতে পান। সেই খবর এলাকায় ছড়িয়ে পড়তেই শোরগোল পড়ে যায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বোমাগুলি উদ্ধারের ব্যবস্থা করে। এদিকে স্থানীয় তৃণমূল শিবিরের অভিযোগ, এলাকায় ভয়ের পরিবেশ তৈরি করতেই এই বোমাগুলি মজুত করা হয়েছিল। ঘটনায় সরাসরি আইএসএফের দিকেই অভিযোগের আঙুল তুলছে ঘাসফুল শিবির। যদিও এখনও পর্যন্ত এই নিয়ে আইএসএফের তরফে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
উল্লেখ্য, সপ্তম দফার ভোটের আগেও তপ্ত হয়েছিল ভাঙড়ের পরিস্থিতি। বোমা ফেটে এক শিশু-সহ মোট সাতজন জখম হয়েছিলেন। তারপরের দিনও ভাঙড়ের অপর এক প্রান্ত থেকে বোমা উদ্ধার হয়েছিল। আর এবার নির্বাচন, গণনাপর্ব মিটিয়েও সেই একই ছবি। ফের বোমা উদ্ধার ভাঙড়ে।