Bhangar: ভোট মিটলেও ভাঙড়ে শান্তি ফিরছে কোথায়? ISF-TMC সংঘর্ষে ফের ঝরল রক্ত

Satyajit Mondal | Edited By: জয়দীপ দাস

Jun 05, 2024 | 10:14 PM

Bhangar: এদিন ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর অঞ্চলের ভুমরু এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কিছু তৃণমূল কর্মী এদিন আবির খেলার পর এলাকার পার্টি অফিসে বসে ছিল। অভিযোগ, সেই সময় ISF এর লোকজন ওই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়।

Bhangar: ভোট মিটলেও ভাঙড়ে শান্তি ফিরছে কোথায়? ISF-TMC সংঘর্ষে ফের ঝরল রক্ত
ভাঙড়ে উত্তেজনা
Image Credit source: TV-9 Bangla

Follow Us

ভাঙড়: ভোটের পরেই অশান্ত ভাঙড়, আহত ৪ তৃণমূল কর্মী, ঘটনাস্থলে উত্তর কাশিপুর থানার পুলিশ। সোজা কথায়, অশান্তি যেন থামছেই না নওশাদ, শওকতদের এলাকায়। ভোট মিটলেও ফিরছে না শান্তি। এবার ভাঙড়ে তৃণমূলের উপর হামলার অভিযোগ আইএসএফের বিরুদ্ধে। ঘটনায় গুরুতর আহত অবস্থায় ৪ জন তৃণমূল কর্মীকে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করা হয়েছে বলে জানতে পারা যাচ্ছে।  

এদিন ঘটনাটি ঘটেছে ভাঙড় ২ নম্বর ব্লকের ভোগালী ২ নম্বর অঞ্চলের ভুমরু এলাকায়। স্থানীয় সূত্রে খবর, কিছু তৃণমূল কর্মী এদিন আবির খেলার পর এলাকার পার্টি অফিসে বসেছিল। অভিযোগ, সেই সময় ISF এর লোকজন ওই তৃণমূল কর্মীদের উপর হামলা চালায়। বেধড়ক মারধর করা হয়। তাতেই রক্তাক্ত হন বেশ কিছু তৃণমূল কর্মী। 

এখনও পর্যন্ত যা জানা যাচ্ছে তাতে আহত তৃণমূল কর্মীর সংখ্যা ৪। স্থানীয় বাসিন্দারাই তাঁদের উদ্ধার করে নলমুড়ি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। ঘটনায় ব্যাপক উত্তেজনা ছড়ায় এলাকায়। রাজনৈতিক মহলেও শুরু হয়ে যায় শোরগোল। এদিকে ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে উত্তর কাশিপুর থানার পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তপ্ত এলাকাকে শান্ত করার চেষ্টা চলে। যদিও এখনও পর্যন্ত এ ঘটনায় আইএসএফের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। 

Next Article