ডায়মন্ড হারবার: ‘বিন্দু-বিন্দুতে হয় সিন্ধু…’ শনিবার ডায়মন্ড হারবারের আমতলার সমন্বয় অডিটোরিয়াম থেকে এভাবেই মুখ খুললেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। নিজের সংসদীয় কেন্দ্রে ‘সেবাশ্রয়’ কর্মসূচি শুরু করেছেন তিনি। তবে প্রয়োজনে গোটা রাজ্যেই এই কর্মসূচি চালু করা যেতে পারে বলেও জানিয়েছেন ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ। প্রয়োজনে তিনি পাশে আছেন বলেও জানিয়েছেন।
শনিবার নিজের কেন্দ্রে সেবাশ্রয় চালু করার পর চিকিৎসকদের উদ্দেশ্যে বার্তা দেন অভিষেক। বলেন, “কেন্দ্র সরকার-রাজ্য সরকার নিজের নিজের কাজ করুক। তবে আমরা কেন বসে থাকব?” তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে জানান, ডায়মন্ড হারবারে এই কর্মসূচির পর চিকিৎসকরা চাইলে নিজের নিজের পাড়াতেও সেবাশ্রয় শুরু করতে পারেন। অভিষেক বলেন, “সেবা শ্রয়ের আদলে আপনারা যদি নিজের পাড়ায়, নিজের এলাকায় এই কর্মসূচি করতে চান আমি সাহায্য করব।”
প্রসঙ্গত, নতুন বছর থেকে ডায়মন্ড হারবারের সাত বিধানসভায় চিকিৎসা শিবির চলবে। প্রতিটি বিধানসভায় ১০ দিন ধরে স্বাস্থ্য শিবিরের ভাবনা। দশ দিনের মধ্যে সাতদিন শিবির পরিচালনায় জেনারেল মেডিসিনের চিকিৎসকেরা থাকবেন। একেক দিন বিধানসভা ভিত্তিক ৪০টি শিবির করার পরিকল্পনা। তিনদিন সুপার স্পেশালিটি বিভাগের চিকিৎসকেরা থাকতে পারেন। স্বাস্থ্য শিবিরের মাধ্যমে ‘চলমান-হাসপাতাল’ পরিষেবা দেওয়া হবে।