সাগর: রাতের অন্ধকারে বোনকে শ্বাসরোধ করে খুনের চেষ্টার অভিযোগ উঠল দাদার বিরুদ্ধে। শুক্রবার রাতে ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার সাগর থানা (Sagar Police Station) এলাকার কোম্পানিরছাড় গ্রামে। ঘটনার পর থেকেই এলাকা থেকে পলাতক অভিযুক্ত দাদা। এদিকে ওই ঘটনার পর জখন বোনকে উদ্ধার করে সাগর ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। পরে সাগর থানায় গিয়ে দাদার বিরুদ্ধে লিখিত অভিযোগ জানিয়েছেন ওই মহিলা। খুনের চেষ্টা সহ একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজ চালাচ্ছে পুলিশ। পরিবার সূত্রে খবর, দশ লাখ টাকা আত্মসাৎ করার জন্যই বোনকে খুনের চেষ্টা করেছিল অভিযুক্ত দাদা।
সাগর থানা এলাকার কোম্পানিরছাড় গ্রামের বাসিন্দা গৌতম প্রামাণিক। গৌতমবাবু ও তাঁর স্ত্রী নীলিমা দীর্ঘদিন কেরলে পরিযায়ী শ্রমিক হিসেবে কাজ করেন। সেখানে যা টাকা আয় হত, তা নীলিমার দাদা জগন্নাথ ডাকুয়ার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা রাখা হত বলে দাবি করা হচ্ছে। পরিবারের দাবি, বর্তমানে সেই সঞ্চিত অর্থের পরিমাণ প্রায় দশ লাখ টাকা। বছরখানেক আগে নীলিমা গ্রামের বাড়িতে ফিরে আসেন এবং তারপর থেকেই দাদার কাছে গচ্ছিত সেই টাকা চাইতে থাকেন। কিন্তু অভিযোগ, প্রত্যেকবারই কোনও না কোনও বাহানায় তা এড়িয়ে যাচ্ছিলেন জগন্নাথ। এরপর গৌতমবাবুও তাঁর শ্যালককে সেই টাকা ফেরত দেওয়ার জন্য চাপ দিতে থাকেন। চলতি সপ্তাহেই গৌতমবাবুর বাড়ি ফেরার কথা। আর এরই মধ্যে গতরাতে বোন নীলিমার শ্বশুরবাড়িতে যায় জগন্নাথ।
অভিযোগ সেই সময়েই বোনের গলায় গামছা জড়িয়ে শ্বাসরোধ করে খুনের চেষ্টা করে জগন্নাথ। সেই সময় ঘরেই ছিল নীলিমার সন্তান। সন্তানের চিৎকারে পরিবারের লোকজন বেরিয়ে আসতেই সেখান থেকে চম্পট দেয় অভিযুক্ত দাদা। আর তারপর থেকেই বেপাত্তা সে। পুলিশ তার খোঁজ চালাচ্ছে। এদিকে ঘটনার খবর পেয়ে গতরাতে অভিযুক্তর দুই ভাই বোনের বাড়িতে গেলে গ্রামবাসীরা তাঁদের ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। তাঁদের বক্তব্য, অবিলম্বে অভিযুক্তকে সেখানে হাজির করতে হবে।