AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baruipur: এই নিয়ে ৩ বার! কেন্দ্রের কাছে ‘ক’ পেল রাজ্যের এই হাসপাতাল

Baruipur: এবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় গুণমান নিশ্চিন্তিকরণ পরীক্ষায় এই সুপার স্পেশালিটি হাসপাতালের সতেরোটি বিভাগ উন্নিত হয়েছে সম্মানের সঙ্গে। ৯১ শতাংশের বেশি নম্বর পেয়েছে।

Baruipur: এই নিয়ে ৩ বার! কেন্দ্রের কাছে 'ক' পেল রাজ্যের এই হাসপাতাল
বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতালImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 03, 2025 | 4:16 PM
Share

বারুইপুর: আবারও বারুইপুর মহকুমা সুপার স্পেশালিটি হাসপাতালের মুকুটে জুড়ল পালক। এই নিয়ে তিনবার কেন্দ্রীয় সরকারের কাছ থেকে শংসাপত্র পেল জেলার মধ্যে থাকা গুরুত্বপূর্ণ বারুইপুর মহকুমা ও সুপার স্পেশালিটি হাসপাতাল। এবার কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের জাতীয় গুণমান নিশ্চিন্তিকরণ পরীক্ষায় এই সুপার স্পেশালিটি হাসপাতালের সতেরোটি বিভাগ উন্নিত হয়েছে সম্মানের সঙ্গে। ৯১ শতাংশের বেশি নম্বর পেয়েছে। এসেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের শংসাপত্র।

গত জুন মাসে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তিনজনের পর্যবেক্ষক হাসপাতালে আসনে। তাঁর সতেরোটি বিভাগে নজরদারি চালান। পর্যবেক্ষকদের দল রোগীর পরিবার, চিকিৎসক, নার্স, রোগীদের, সাফাই কর্মী, গ্ৰুপ ডি কর্মীর কাছে পরিষেবার রিপোর্ট নেয়। সেই কাজের এক মাসের মধ্যে এল স্বীকৃতি। বারুইপুর সুপার স্পেশালিটি হাসপাতাল ও মহকুমা হাসপাতালের সতেরো বিভাগের মধ্যে নবজাতকদের পরিচর্যা বিভাগ প্রথম স্থান পেয়েছে। তারপরই প্রসূতি বিভাগ আছে দ্বিতীয় স্থানে।

প্রসঙ্গত, ২০২৩-এর মার্চ মাসে কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের লক্ষ্য প্রকল্পে প্রসূতি বিভাগ ও ২০২৩-এর জুন মাসে মুসকান প্রকল্পে শিশু ও নবজাতকদের বিভাগ পুরস্কৃত হয়েছিল। পেয়েছিল শংসাপত্র। হাসপাতালের সুপার ডঃ ধীরাজ রায় বলেন, “এই সম্মানের পরে খুব চ্যালেঞ্জের মধ্যে পড়ল আমাদের কাজ। হাসপাতালের পরিষেবার সার্বিক উন্নয়ন এর উপর আরও দায়িত্ববোধ বাড়ল। এই সাফল্য পুরোটাই হাসপাতালের সামগ্রিক টিমের।”