Rekha Patra: ‘এই বুলেটপ্রুফ জ্যাকেটটা পাবেন তো?’, রেখা পাত্রের শাসানি পুলিশকে

Aritra Ghosh | Edited By: সায়নী জোয়ারদার

Jun 01, 2024 | 5:09 PM

Rekha Patra: শনিবারই ভোটের লড়াই শেষ। তবে শেষ দফার ভোট ঘিরে বারবার উত্তপ্ত সন্দেশখালি। রাজবাড়ি আগরহাটি এলাকায় তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে এদিন সকাল থেকে তপ্ত হয় এলাকা। বিষ্ণুপ্রিয়া পোদ্দার বাড়িতে বোমাবাজি হয় বলে অভিযোগ। সেই ঘটনায় উত্তম পাত্র নামে একজনকে আটক করা হয়। এরপরই সুন্দরীখালি এলাকা বিক্ষোভ দেখান মহিলারা। দীর্ঘ সময় বিক্ষোভ চলে। পুলিশ এলে শুরু হয় পাথর বৃষ্টি।

Rekha Patra: এই বুলেটপ্রুফ জ্যাকেটটা পাবেন তো?, রেখা পাত্রের শাসানি পুলিশকে
বচসায় রেখা পাত্র।

Follow Us

সন্দেশখালি: শনিবার একেবারে অন্য মূর্তি বসিরহাটের বিজেপি প্রার্থীর। পুলিশকে রীতিমতো শাসানি দিতে দেখা গেল রেখা পাত্রকে। রেখা এক আধিকারিককে বলেন, “একটা কারও গায়ে যদি আচড় পড়ে, এই বুলেটপ্রুফ জ্যাকেটটা পাবেন তো? পাবেন তো? শুনুন পাবলিকের মার দুনিয়ার বার। মুখ্যমন্ত্রী কিছুই করতে পারবে না। শেখ শাহজাহানকে মুখ্যমন্ত্রী ছাড়াতে পারবেন না।”

ওই আধিকারিক বলেন, “ম্যাডাম আমরা অবরোধ তুলতে যাচ্ছি।” পাল্টা রেখা পাত্র বলেন, “তাই নাকি? বাবা! তৃণমূলকে দিয়ে ভোট লুঠ করানোর জন্য তো আপনাদের এত কারসাজি। কারসাজি করে এসেছেন। মুখ্যমন্ত্রী কত দিয়েছে আপনাদের?”

শনিবারই ভোটের লড়াই শেষ। তবে শেষ দফার ভোট ঘিরে বারবার উত্তপ্ত সন্দেশখালি। রাজবাড়ি আগরহাটি এলাকায় তৃণমূল সমর্থকের বাড়িতে বোমাবাজির অভিযোগ ঘিরে এদিন সকাল থেকে তপ্ত হয় এলাকা। বিষ্ণুপ্রিয়া পোদ্দার বাড়িতে বোমাবাজি হয় বলে অভিযোগ। সেই ঘটনায় উত্তম পাত্র নামে একজনকে আটক করা হয়। এরপরই সুন্দরীখালি এলাকা বিক্ষোভ দেখান মহিলারা। দীর্ঘ সময় বিক্ষোভ চলে। পুলিশ এলে শুরু হয় পাথর বৃষ্টি।

এরপরই বসিরহাটের বিজেপি প্রার্থী রেখা পাত্র জানিয়ে ছিলেন, “বুথে যাব, কীভাবে ভোট হচ্ছে সেটা দেখব। এখানে ভোট লুঠ হচ্ছে, সকলের আধার কার্ড দেখতে হবে।  কেউ ভোট দেননি কেউ। সব ছাপ্পা হয়েছে।” এদিকে এরপরই রাজবাড়ি আগরহাটি এলাকায় সকাল থেকে দফায় দফায় উত্তেজনা ছড়ায়। মূলত মহিলাদের অভিযোগ, স্থানীয় এক তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজি ঘটে। তা নিয়ে পুলিশ মারধর করে পাল্টা মহিলাদের। সেখানেই বিজেপি প্রার্থী রেখা পাত্র যান।

এদিকে তিনি বেরিয়ে যাওয়ার পরও অশান্তি থামেনি। বাসন্তী হাইওয়ে অবরোধ করা হয়। চুঁচুড়া কাছারিপাড়া গ্রামের মহিলারা এখানে গাছের ডাল, বিদ্যুতের খুঁটি অবরুদ্ধ করে দেন। অভিযোগ, “আমাদের ছেলেদের তুলে নিয়ে গিয়েছে। মেয়েদের গায়ে হাত দেবে কেন পুলিশ?”

Next Article
Anirban Ganguly on Vote: ‘নতুন প্যাটার্ন দেখা যাচ্ছে, হিন্দুদের ভয় দেখিয়ে আটকে দেওয়া হচ্ছে’, ভোটের মাঝে বিস্ফোরক অনির্বাণ
Pratikur Rahaman: ‘আমরা যারা লাল ঝান্ডার পার্টি করতে এসেছি, জানি…’, ভোট শেষে কী বললেন প্রতীক-উর?