Abhishek Banerjee: কোন মাস্টারস্ট্রোক? সপ্তম দফার আগেই খেলা ঘুরাতে ভাঙড়ের ময়দানে প্রথম অভিষেক

Pradipto Kanti Ghosh | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

May 23, 2024 | 2:51 PM

Bhangar: সেই সভায় তৃণমূলের প্রতীক আঁকা, অভিষেকের এবং সায়নীর ছবি সম্বলিত টি শার্ট পরে এসেছেন কর্মী সমর্থকরা। সংখ্যাটি প্রায় দশ হাজার বলেই স্থানীয় স্তরে খবর। যদিও ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক তথা সভার সঞ্চালক শওকত মোল্লার দাবি, প্রায় ৩০ হাজার টি শার্ট পরে আসবেন নিকর্মী সমর্থকরা।

Abhishek Banerjee: কোন মাস্টারস্ট্রোক? সপ্তম দফার আগেই খেলা ঘুরাতে ভাঙড়ের ময়দানে প্রথম অভিষেক
ভাঙড়ে অভিষেক
Image Credit source: TV9 Bangla

Follow Us

 কলকাতা:  ভাঙড়ে যে তৃণমূল ‘খেলা’ ঘুরাতে শুরু করেছে, তার আঁচ মিলেছিল দুদিন আগেই। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লার হাত ধরে আইএসএফের পঞ্চায়েত সদস্য তৃণমূলের যোগ দেন। রাজনৈতিক বিশ্লেষকদের মধ্যে ভোটের মধ্যে এই যোগদান যথেষ্টই ইঙ্গিতবাহী। কাট টু শুক্রবার। এই প্রথম ভাঙড়ে সভা করছেন  তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। ভোজেরহাট ফুটবল ময়দানে সভা রয়েছে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের।

সেই সভায় তৃণমূলের প্রতীক আঁকা, অভিষেকের এবং সায়নীর ছবি সম্বলিত টি শার্ট পরে এসেছেন কর্মী সমর্থকরা। সংখ্যাটি প্রায় দশ হাজার বলেই স্থানীয় স্তরে খবর। যদিও ভাঙড়ের তৃণমূলের পর্যবেক্ষক তথা সভার সঞ্চালক শওকত মোল্লার দাবি, প্রায় ৩০ হাজার টি শার্ট পরে আসবেন নিকর্মী সমর্থকরা।

গোটা সভা স্থল জুড়ে এবং লাগোয়া এলাকায় অভিষেক বন্দ্যোপাধ্যায় ছাড়া আর কারও কাটআউট বা ছবি নেই।  মমতা বন্দ্যোপাধ্যায় অনুপস্থিত। লোকসভা নির্বাচনের আগে ভাঙড় আজ আরাবুলবিহীন।

মে মাসের শুরুতেই প্রকাশ্য সভা থেকে শওকত মোল্লা দাবি করেছিলেন,  লোকসভা ভোটের পর ভাঙড় বিধানসভায় দলের দায়িত্ব তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের কাঁধে তুলে নেবেন। আর তারই বাস্তবায়িত রূপ দেখা যাচ্ছে এদিন।

এবারের নির্বাচনে ভাঙড়ে আরও একটি বিষয় ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে। সেটি হল এবার আর আইএসএফ আর সিপিআইএমের জোট নেই। রাজনৈতিক মহলের ব্যাখ্যা, সেখানে সিপিআইএম এর ভোট বৃদ্ধি পেলে তৃণমূলের লাভ হবে?

২০১৯ সালে ভাঙর প্রায় এক লক্ষ লিড দিয়েছিল তৃণমূলকে। যা যাদবপুর লোকসভায় তৃণমূলকে জিততে বড় সাহায্য করেছিল বলে মত রাজনীতির কারবারিদের। গত পাঁচ বছরে ভাঙরের রাজনৈতিক সমীকরণের বিস্তর বদল হয়েছে। আর ২০১৯ মতো আর তৃণমূল লিড পাওয়া যথেষ্ট কষ্টসাধ্য। এহেন আবহই কি এই প্রথম ভাঙড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সভা করার অন্যতম কারণ, চর্চায় রাজনৈতিক বিশ্লেষকরা। এবারের সভায় চ্যালেঞ্জ রয়েছে শওকত মোল্লার কাছেও। বাসন্তী হাইওয়ে পাশের মাঠ উপচে দেওয়ার চ্যালেঞ্জ রয়েছে শওকতের। এদিন অভিষেক কোন মাস্টারস্ট্রোক দেন, সেটাই দেখার।

Next Article