Himanta Biswa Sarma: ‘শাহজাহানকে আমার সঙ্গে অসম পাঠান, বাকি বুঝে নেব’, ডায়মন্ড হারবারে গিয়ে সুর সপ্তমে হিমন্তের

Souvik Sarkar | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 22, 2024 | 7:06 AM

Himanta Biswa Sarma On Sandeshkhali:

Himanta Biswa Sarma: শাহজাহানকে আমার সঙ্গে অসম পাঠান, বাকি বুঝে নেব, ডায়মন্ড হারবারে গিয়ে সুর সপ্তমে হিমন্তের
হিমন্ত বিশ্ব শর্মা, অসমের মুখ্যমন্ত্রী
Image Credit source: Tv9 Bangla

Follow Us

ডায়মন্ডহারবার: ১ জুন ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে রয়েছে নির্বাচন। ইতিমধ্যে রাজ্যে প্রচারে এসেছেন বিজেপি-র হেভিওয়েট সকল নেতা মন্ত্রীরা। তা সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হোক কিংবা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ অথবা উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। আর এবার তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের গড়ে প্রচারে এলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।

২০২৪-এর লোকসভা ভোটে বিজেপি-র টিকিটে লড়াই করছেন বিজেপির অভিজিৎ দাস ওরফে ববি। তাঁরই সমর্থনে ডায়মন্ড হারবারে মঙ্গলবার জনসভা করেন হিমন্ত। সেখানে দাঁড়িয়ে সন্দেশখালি ইস্যুতে রাজ্যের তৃণমূল সরকারকে আক্রমণ শানাতে দেখা যায় তাঁকে। বলেন, “আমি সন্দেশখালি গিয়েছিলাম। সেখানকার মা-বোনেদের সঙ্গে কথা বলেছি। ওনাদের কথা শুনে খুব কষ্ট পেয়েছি। ওখানকার মহিলাদের উপর অত্যাচার হচ্ছে। জোর করে ঘর দখল হচ্ছে। শেখ শাহজাহানের মতো গুন্ডারা এই সব কাজ করছে।”

এরপরই সুর চড়িয়ে তাঁর সংযোজন, “যদি অসমে শেখ শাহজাহান থাকতেন ১০ মিনিটের মধ্যে হিসাব হতো। কিন্তু মমতা দিদির তো আপনাদের ভোট চাই ন। শুধু শাহজাহানের ভোট প্রয়োজন। আমি বলছি শেখ শাহজাহানকে ২৪ ঘণ্টার জন্য অসম পাঠিয়ে দিন আমার সঙ্গে বাকি হিসাব আমি বুঝে নেব।”

বস্তুত, ‘হিসাব বুঝে নেওয়ার’ বুলি বাংলায় এসে বিজেপি নেতাদের গলায় আকছাড় শোনা গিয়েছে। কখনও অমিত শাহ কখনও আবার যোগী আদিত্যনাথকে বলতে শোনা গিয়েছে দুষ্কৃতীদের উল্টো করে টাঙিয়ে ট্রিটমেন্ট দেওয়ার কথা। গতকালও ঠিক একই ‘রাস্তায় হাঁটতে’ দেখা গেল অসমের মুখ্যমন্ত্রীকেও।

Next Article