CPM-TMC Clash: ঘাপটি মেরে আশপাশেই লুকিয়ে ছিল ওরা, বক্তৃতা দিয়ে মঞ্চ ছাড়তেই বেধড়ক মার বাম নেতাকে

Abhigyan Naskar | Edited By: অবন্তিকা প্রামাণিক

May 22, 2024 | 6:38 AM

Kultali: জয়নগর লোকসভা কেন্দ্রটি রয়েছে তৃণমূলের দখলে। বিজেপি-র পাশাপাশি এখানে প্রার্থী দিয়েছে বাম শরীক দল আরএসপি। লড়াই করছেন সমরেন্দ্রনাথ মণ্ডল। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ জয়নগর লোকসভার অধীন কুলতলি বিধানসভার ঘটিহারানিয়া বাজার এলাকায় সমরেন্দ্রনাথবাবুর সমর্থনে আয়োজিত হয় একটি পথসভা।

CPM-TMC Clash: ঘাপটি মেরে আশপাশেই লুকিয়ে ছিল ওরা, বক্তৃতা দিয়ে মঞ্চ ছাড়তেই বেধড়ক মার বাম নেতাকে
বামনেতাকে মারধর
Image Credit source: Tv9 Bangla

Follow Us

কুলতলি: হাতে আর কয়েকদিন। আর তারপরই হয়ে যাবে শেষ দু’দফার লোকসভা নির্বাচন। আসন্ন ১ জুন রয়েছে জয়নগর লোকসভা কেন্দ্রের ভোট। আর নির্বাচনের দিনক্ষণ যত এগিয়ে আসছে ততই পারদ চড়ছে এলাকায়। এবার দক্ষিণ ২৪ পরগনার কুলতলিতে বামেদের নির্বাচনী পথ সভায় হামলার অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। মারধর করা হয়েছে সিপিএম-এর জেলা সম্পাদককে। অভিযুক্ত তৃণমূল। তবে গোটা ঘটনাই ভিত্তিহীন বলে দাবি করেছে রাজ্যের শাসকদল।

জয়নগর লোকসভা কেন্দ্রটি রয়েছে তৃণমূলের দখলে। বিজেপি-র পাশাপাশি এখানে প্রার্থী দিয়েছে বাম শরীক দল আরএসপি। লড়াই করছেন সমরেন্দ্রনাথ মণ্ডল। মঙ্গলবার সন্ধ্যে নাগাদ জয়নগর লোকসভার অধীন কুলতলি বিধানসভার ঘটিহারানিয়া বাজার এলাকায় সমরেন্দ্রনাথবাবুর সমর্থনে আয়োজিত হয় একটি পথসভা।

অভিযোগ, সেই পথসভা শেষের পর হামলা চালানোর অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে। জানা যায়, বাম প্রার্থীর সমর্থনে মঞ্চে বক্তব্য রাখছিলেন সিপিএম-এর জেলা কমিটির সদস্য তথা জেলা ডিওয়াইএফআই-এর সম্পাদক অপূর্ব প্রামাণিক। মঞ্চ থেকে নামতেই বেধড়ক মারধর করা হয় তাঁকে। অভিযোগ ওঠে তৃণমূল তাদের দলবল নিয়ে হামলা চালিয়েছে তার উপর। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে আসা হয়েছে কুলতলি গ্রামীণ হাসপাতালে। সেইখানেই চিকিৎসাধীন তিনি। যদিও, হামলার অভিযোগ অস্বীকার তৃণমূলের।

এ প্রসঙ্গে আহত বাম নেতা অপূর্ব প্রামাণিক বলেন, “পার্টির মিটিং ছিল। অনুমতি নেওয়া ছিল। আমি শেষে বক্তব্য রাখছিলাম। আমি ছ’টার সময় বলে নাম। এরপর তৃণমূলের বেশ কয়েকজন তারা আমায় মারল। কেন তৃণমূলকে চোর বলেছি, কেন ওদের বিরুদ্ধে বলা হল? কিছু বলা যাবে না। এরপর লাথি, ঘুষি, চড়। পুলিশকে বললাম। অনেক পরে একজন কর্মী এলেন কী করলেন জানি না।” অপরদিকে তৃণমূল নেতা পবন ভুঁইয়া বলেন, “সিপিএম নিজেদের প্রচারে তৃণমূলকে অকথ্য ভাষায় গালিগালাজ করছিল। সাধারণ মানুষই এর প্রতিবাদ করে। এখানে তৃণমূলের কোনও যোগ নেই। কোনও মারামারি হয়নি।”

Next Article