মথুরাপুর: শনিবার সপ্তম অর্থাৎ শেষ দফার নির্বাচন। একাধিক কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ। এর আগের দফায় বিক্ষিপ্ত অশান্তির ঘটনা ঘটেছে। মারধর থেকে ভোট লুটের অভিযোগ তুলেছেন বিরোধীরা। তাই এবার আগাম প্রস্তুতি সেরে রাখলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অশোক পুরকাইত। চালু করলেন টোল ফ্রি নম্বর।
অশোকবাবুর আশঙ্কা, আগামিকালের ভোটে এই কেন্দ্রের বেশ কিছু এলাকায় শাসকদল ভোট লুট বা সন্ত্রাস করতে পারে। সেই প্রেক্ষিতে টো ফ্রি নম্বর চালু করা হয়েছে। ভোট লুট ও সন্ত্রাস রুখতে টোল ফ্রি নম্বর চালু করা হয়েছে। ফোন করে সেই নম্বরে অভিযোগ জানাতে পারেন যে কেউ। অশোকবাবুর দাবি, বহিরাগত দুষ্কৃতীরাও এলাকায় ঢুকতে পারে। গোলমাল করতে পারে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছেও তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীকে পরিচালনার করার ক্ষেত্রে রাজ্য পুলিশের ভূমিকা নিয়ে তিনি সন্তুষ্ট নন।
অশোক পুরকাইত বলেন, “আমি চাই বিজেপির লোকজন এবং ভোটাররা যাতে আগামিকাল নির্বিঘ্নে ভোট দিতে পারেন তার জন্য ব্যবস্থা নেওয়া হচ্ছে। কোনও রকম অসুবিধায় পড়লে টোল ফ্রি ১৮০০-১২০-২৭৩ নম্বরে ফোন করবেন।”