সুন্দরবন: জাওয়াদ দুর্যোগের মধ্য়েই সুন্দরবনে নৌকাডুবির খবর। নদীতে পড়ে গেলেন দশজন যাত্রী। ন্যাজোট থেকে কালিনগর যাচ্ছিল নৌকাটি। নদীতে জলের ঢেউ থাকার জন্য কাত হয়ে যায় সেটি। যার জেরেই ঘটে যায় বিপত্তি।
বসিরহাট মহকুমার ন্যাজোট থানার বেতনী নদী। সেখানে লোহার রড সহ অতিরিক্ত পণ্য বোঝাই করে নিয়ে একটি নৌকা ন্যাজোট থেকে কালীনগরের দিকে যাচ্ছিল। এবার বৃষ্টির কারণে নদীতে এমনতেই জল বেশি ছিল। এর পাশাপাশি সঙ্গী হয় জলের ঢেউ। যার কারণে কাত হয়ে উল্টে যায় নৌকাটি।
নৌকায় থাকা প্রতিটি যাত্রী ও লোহার রডগুলি পড়ে যায় জলে। সঙ্গে-সঙ্গে স্থানীয় বাসিন্দারা ঝাঁপিয়ে পড়েন জলে। উদ্ধার করা হয় যাত্রীদের। অল্পের জন্য রক্ষা পান প্রত্যেকে। জলে পড়ে যাওয়া যাত্রীদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় স্থানীয় হাসপাতালে।
এদিকে, এই ঘটনায় প্রশ্ন উঠছে যে জাওয়াদের কারণে বারংবার প্রশাসনের তরফে সতর্ক করা হয়েছিল যাতে ফেরিঘাট বন্ধ থাকে। কিন্তু তারপরও কীভাবে সেই নির্দেশ অমান্য করে চলছিল এই পণ্যবাহী নৌকাটি? এই সংক্রান্ত বিষয়ে উঠছে একাধিক প্রশ্ন।
প্রসঙ্গত, পরিস্থিতি প্রতিকূল, তাই ল্যান্ডফল হচ্ছে না। জাওয়াদের শক্তি সমুদ্রেই ক্ষয় হয়ে যাচ্ছে। এমনটাই জানিয়েছেন আবহাওয়াবিদরা। তবে নিম্নচাপের প্রভাবে সোমবার পর্যন্ত দুর্যোগের সম্ভাবনা রয়েছে। রবিবারও রাজ্যের নয় জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা দেওয়া হয়েছে। রবিবার কলকাতাতেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সোমবারও কমবে না বৃষ্টির দাপট। সোমবার ৪ জেলায় ভারী বৃষ্টি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। জাওয়াদের শক্তিক্ষয়ে কিছুটা কম ঝড়ের দাপট।বিপর্যয় মোকাবিলার জন্য আগামী মঙ্গলবার পর্যন্ত সেচ, বিদ্যুৎ ও বিপর্যয় মোকাবিলা দফরের কর্মীদের ছুটি বাতিল করেছে নবান্ন। কন্ট্রোলরুম সংক্রান্ত খোঁজখবর নিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং মুখ্য সচিব হরিকৃষ্ণ দ্বিবেদী। মূলত পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা জেলার ওপরে বিশেষ নজর রয়েছে নবান্নের।
আরও পড়ুন: Omicron threat: ওমিক্রন ঠেকাতে আন্তর্জাতিক ভ্রমণের উপর নির্দেশিকা জারি বিশ্ব স্বাস্থ্য সংস্থার