ক্যানিং: ক্যানিংয়ে উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীকে বেধড়ক মারধরের অভিযোগ। মার মা-ঠাকুমাকেও। উত্তেজনা ক্যানিং থানার অন্তর্গত নিকারীঘাটা পঞ্চায়েতের দুমকি গ্রামে। ক্যানিং থানায় অভিযোগও দায়ের হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। সোমবার পরিবেশ বিদ্যার পরীক্ষা রয়েছে। এদিন সকাল থেকেই তার প্রস্তুতি নিচ্ছিলেন ওই ছাত্রী। সূত্রের খবর, সেই সময়েই প্রতিবেশীর সুজন মণ্ডলের স্ত্রীর সঙ্গে ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থীর মা রাখি সর্দারের পারিবারিক সমস্যা নিয়ে বচসা হয়। অভিযোগ, তখনই রাখি দেবীর পরিবারের সদস্যদের উপর চড়াও হয় এলাকার বেশ কিছু যুবক।
সুজন মণ্ডল ছাড়াও মারধরের অভিযোগ উঠেছে মহেশ সর্দার, মৃত্যুঞ্জয় মণ্ডল, ছোট মণ্ডলদের বিরুদ্ধে। মুগুর দিয়ে মারা হয় রাখি দেবী তাঁর শাশুড়ি পান্তি সর্দারকেও। বাধা দেওয়ার চেষ্টা করেন ওই পড়ুয়া। তখনই ব্যাপক মারধর করা হয় তাঁকেও। এমনকী শূন্য তুলে আছাড়ও মারা হয় হলে অভিযোগ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়। কাঁদতে কাঁদতেই ওই উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী বলছেন, “মাকে মারছিল। আমি বাধা দিতে গেলে আমাকে তুলে আছাড় মেরেছে। আমার ঠাকুমাকেও খুব মেরেছে।”
পরিবারের অন্যান্য সদস্যরাই আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করেন। সেখানেই বর্তমানে চিকিৎসা চলছে। ঘটনায় ইতিমধ্যেই ক্যানিং থানায় অভিযোগ দায়েরও হয়েছে। তদন্ত শুরু করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। চাঞ্চল্য এলাকায়।