Kakdwip: বিধবা প্রৌঢ়ার জমি দখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল

Shuvendu Halder | Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Feb 18, 2024 | 1:46 PM

Kakdwip: অভিযোগ, তাতেই রাতে বাড়ি, জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরে তৃণমূলের পতাকা লাগিয়ে জোর করে দখল নেওয়ার অভিযোগ উঠল। অসহায় মহিলা কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এলাকা থেকে ঘুরে গিয়েছে।

Kakdwip: বিধবা প্রৌঢ়ার জমি দখলের অভিযোগ, কাঠগড়ায় তৃণমূল
কাকদ্বীপ থানা
Image Credit source: TV9 Bangla

Follow Us

দক্ষিণ ২৪ পরগনা: কাকদ্বীপে এক প্রৌঢ়ার বাস্তু-সহ ২৬ শতক মূল্যবান জমি বেড়া দিয়ে ঘিরে তৃণমূলের পতাকা লাগিয়ে দখল নেওয়ার অভিযোগ। জমি ছাড়ার জন্য তৃণমূল নেতাদের হুমকি শাসানিরও অভিযোগ। অভিযোগ নিয়ে সরব বজেপি। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার বুধাখালি এলাকায়।

কাকদ্বীপের বুধাখালি গ্রাম পঞ্চায়েতের রাজনগর-শ্রীনাথ গ্রামের বাসিন্দা বছর ষাটের কমলা প্রধান।  দু’বছর আগে তাঁর স্বামীর মৃত্যু হয়। বাড়িটিও ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত হয়। এরপর অসুস্থতার জন্য বাড়ি ছেড়ে পাথরপ্রতিমায় বাপেরবাড়ি চলে যান তিনি। অভিযোগ, তাঁর বাস্তু ও লাগোয়া চাষজমির ওপর নজর পড়ে স্থানীয় তৃণমূল নেতৃত্বের। কারণ এই জমির মূল্য অনেক। সবমিলিয়ে জমির পরিমান ২৬ শতক। জমিটি স্থানীয় বাসস্ট্যান্ড ও বাজার লাগোয়া হওয়ায় বাজারদর বেশ চড়া।  অভিযোগ, সেই মূল্যবান জমিটি দখল করার জন্য বারে বারে চাপ দিচ্ছিলেন শাসকদল তৃণমূলের স্থানীয় নেতারা। কিন্তু প্রৌঢ়া রাজি হননি।

অভিযোগ, তাতেই রাতে বাড়ি, জমি বাঁশের বেড়া দিয়ে ঘিরে তৃণমূলের পতাকা লাগিয়ে জোর করে দখল নেওয়ার অভিযোগ উঠল। অসহায় মহিলা কাকদ্বীপ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। পুলিশ এলাকা থেকে ঘুরে গিয়েছে। কিন্তু জমির বেড়া ও পতাকা কিছুই সরেনি। এই ঘটনায় বিজেপি নেতৃত্ব সন্দেশখালির ছায়া দেখতে পাচ্ছেন। তবে বুধাখালি অঞ্চলের তৃণমূল সভাপতি বাবলু প্রধান জানিয়েছেন, এই ঘটনা তাঁর জানা নেই, এরকম হয়ে থাকলে দল যথোপযুক্ত ব্যবস্থা নেবে।

বিজেপির কাকদ্বীপ মণ্ডল ২ ইনচার্জ শিবপ্রসাদ প্রামাণিক বলেন, “এটা দ্বিতীয় সন্দেশখালি করার চেষ্টা করছে তৃণমূল নেতারা। আমরা চাইছি অবিলম্বে এফআইআরে নাম থাকা নেতাদের গ্রেফতার করুক পুলিশ।” তবে তৃণমূল অঞ্চল সভাপতি বাবলু প্রধান বিষয়টি নিয়ে দলগতভাবে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন। তাঁর বক্তব্য

Next Article